Sagarpara Incident রাতের অন্ধকারে কাটছে মাটি! প্রতিবাদে গ্রাম, দ্রুত পদক্ষেপের আশ্বাস

Published By: Imagine Desk | Published On:

Sagarpara Incident  দামোস বিলে রাতের অন্ধকারে সক্রিয় মাফিয়া রাজ! এই অভিযোগে সরব হন গ্রামের মানুষ। মাটি মাফিয়াদের দৌরাত্ম বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। মাটি কাটা বন্ধ করতে শনিবার সাগরপাড়ায় শেখপাড়া – জলঙ্গী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল ১০টা থেকে রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। ঘণ্টা দুয়েক পর প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

Sagarpara Incident এরপরেই এলাকায় পরিদর্শনে যান জয়েন্ট বিডিও। তড়িঘড়ি বন্ধ করা হয় দামোস বিলে অবৈধ ভাবে মাটি কাটার কাজ। গ্রামবাসীদের অভিযোগ ছিল কিছুদিন ধরে সাহেবনগরে রাতের অন্ধকারে অবৈধ ভাবে কাটা হচ্ছিল মাটি। সেই মাটি ট্রাক্টরে করে পৌঁছে যাচ্ছিল বিভিন্ন জায়গায়। অভিযোগ পেয়েই এদিন দুপুরে এলাকা পরিদর্শন করেন জলঙ্গির জয়েন্ট বিডিও ও পঞ্চায়েতের প্রতিনিধিরা। সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আব্দুর রশিদ বলেন, “খবর টা আজকে শুনলাম। কেউ যদি জমি বিক্রি করে তাহলে মাটি কাটুক কিন্তু সরকারি জমিতে অবৈধ ভাবে রাতের অন্ধকারে মাটি কাটা হলে তা মেনে নেওয়া যাবে না। আপাতত মাটি কাটা বন্ধ থাকবে।”

Sagarpara Incident জলঙ্গীজয়েন্ট বিডিও রাকিবুল হক বলেন, ” অভিযোগ পেয়ে সরেজমিনে খতিয়ে দেখা হল। পরবর্তীতে বিএলআরও আসবেন। পুলিশ প্রশাসনের কর্তাদের উপস্থিততে যত দ্রুত সম্ভব জমির মাপজোক করা হবে। বলা হচ্ছে একজন ব্যক্তিরও জমি আছে। সেটা কী অবস্থায় আছে, ওনার অনুমতি আছে কিনা! পুরো বিষয়টিই আমরা খতিয়ে দেখব। অবৈধ মাটি কাটার বিরোধী। আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে”। আরও বলেন, ” বন্যা কবলিত এলাকা। অনৈতিক ভাবে যাতে মাটি কাটা না হয় সেটা নজরে রাখা হবে।”