Sagardighi News হাত বদলের আগেই ভেস্তে গেল প্ল্যান!

Published By: Imagine Desk | Published On:

Sagardighi News  হাত বদলের আগেই মুর্শিদাবাদের সাগরদীঘিতে  আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পুলিশের জালে দুই ব্যক্তি। উদ্ধার হয়েছে তিনটি দেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদীঘি থানার অন্তর্গত মোড়গ্রাম এলাকায় একটি মোটর বাইক আটক করা হয়। বাইকে ছিলেন দুজন। দুজনকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় তিনটি দেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার করা হয় দুজনকেই। ধৃত মুক্তার হোসেন সামশেরগঞ্জের এবং জালাঙ্গির হোসেন সুতির বাসিন্দা বলে জানা যায়। সোমবার দুজনকেই সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে তোলা  হয়। এই অস্ত্র কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল! তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।