Sagardighi বৃহস্পতিবার বার বেলায় ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের সাগরদীঘিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া দেখে ছুঁটে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে গাড়িতে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় সাগরদীঘি থানার অন্তর্গত বেলেপুকুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগে ঘটে এই বিপত্তি।
Sagardighi কীভাবে আগুন লাগল?
Sagardighi স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ট্যাঙ্কার চালক রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে হোটেলে খেতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেই ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বলেই দাবী গাড়ির চালকের। গাড়ির ভেতরে না থাকায় বরাত জোরে প্রাণে বেঁচে যান চালক।
Sagardighi আসে দমকল-
Sagardighi খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদীঘি থানার পুলিশ। আগুন নেভাতে আসে দমকলের একটি ইঞ্জিন। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে অনবরত গাড়ি যাতায়াত করতে থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। পুরো এলাকা ফাঁকা করে দেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ করা হয় বেলেপুকুর এলাকায় যান চলাচল। দমকলের বেশ কিছুক্ষনের প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দা এবং পথ চলতি, চালকদের মনেও আতঙ্ক, উৎকণ্ঠার সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা পর ফের যান চলাচল স্বাভাবিক হয় জাতীয় সড়কে।
Sagardighi প্রত্যক্ষদর্শী জানান-
Sagardighi প্রত্যক্ষদর্শী এক হোটেল মালিক শোভান সেখ জানান, ‘তাঁর হোটেলের সামনে এল পি জি গ্যাস ট্যাঙ্কার রেখে চালক খেতে এসেছিলেন। আচমকাই আগুন লাগে। প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর আসে দমকল।’
Sagardighi চালক বলেন-
Sagardighi ট্যাঙ্কার চালক সর্বেশ প্রসাদ যাদব বলেন, ‘ বিহারের পূর্ণিয়া যাওয়ার কথা। রাস্তাতেই ঘটে গেল বিপদ। শট সার্কিট থেকে আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও আতঙ্ক রয়েছে।’