Sagardighi Mela  শীতের রাতে কুৎসিত কান্ড  সাগরদিঘির মেলায়

Published By: Imagine Desk | Published On:

Sagardighi Mela  এক নিছক মেলা নিয়ে প্রকাশ্যে শাসক দল ও প্রশাসনের  দ্বন্দ্ব । আপাতদৃষ্টিতে মেলা হলেও অভিযোগ রাত বাড়তেই মাসাধিককাল ধরে চলা এই মেলায় চলে জুয়ার  আসর । এছাড়াও চটুল নাচ থেকে নানা অসামাজিক কাজকর্ম মুর্শিদাবাদের Murshidabad  সাগরদিঘির মাটিতে বেশ কয়েক বছর ধরে জাঁকিয়ে বসেছে বলে এলাকার মানুষের অভিমত। শীতের শুরুতেই সাগরদিঘির চার যায়গায় শুরু হয়েছে মেলা, সেই মেলা ঘিরেই বিতর্ক তুঙ্গে উঠেছে। আর খোদ শাসক দলের ব্লক সভাপতি ভিডিও বার্তায় কার্যত পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন । সাগরদিঘির তৃণমূল TMC   ব্লক তৃণমূল সভাপতি মেহেবুব আলমের দাবি, মেলায় অবৈধ কাজ হচ্ছে। এলাকার সংস্কৃতি খারাপ হচ্ছে।

Sagardighi Mela কী চলছে মেলায় ?

Sagardighi Mela এক নিছক মেলা নিয়ে প্রকাশ্যে শাসক দল ও প্রশাসনের দ্বন্দ্ব । আপাতদৃষ্টিতে মেলা হলেও অভিযোগ রাত বাড়তেই মাসাধিককাল ধরে গোটা ঘটনায় তীর্ব অস্বস্তিতে পুলিশ প্রশাসন। সাগরদিঘির বিধায়ক থেকে কিছু প্রধান কী ব্লক সভাপতির টার্গেট ? সেই নিয়েও চর্চা চলছে বিভিন্ন মহলে। এরই মাঝে বিরোধী দলের পক্ষ থেকে নিশানা করা হয়েছে শাসক পুলিশ উভয়কেই।  বিজেপির জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষের দাবি, শুধু  সাগরদিঘি নয় । জেলাজুড়েই এই রকম মেলা হচ্ছে।  সাগরদিঘির ঘটনায় প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সোচ্চার হয়েছেন প্রশাসনের ভূমিকায়। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে শাসক দল। তৃণমূলের রাজ্য সম্পাদক নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল  কার্যত ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে  নিয়েছেন।  সাগরদিঘির মেলা ঘিরে অসামাজিক কাজের ক্ষতিয়ানে সরগরম জেলার রাজনীতি।