Rejinagar হাজারদুয়ারি বেড়াতে আসাই হল কাল! রাণাঘাটের দম্পতির এ কী পরিণতি?

Published By: Imagine Desk | Published On:

Rejinagar প্রেম দিবসের পরের দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ। শনিবার ছুটির দিন, স্ত্রীকে নিয়ে হাজারদুয়ারি বেড়াতে আসছিলেন স্বামী। সকাল সকাল দম্পতি বাইকে চেপে রওনা দেন রাণাঘাট থেকে। বেশ কিছুটা রাস্তা চলেও আসেন। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই এই পরিণতিই হয়তো অপেক্ষা করছিল দম্পতির। স্ত্রীকে নিয়ে বাইকে করে রাণাঘাট থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরতে আসার পথেই মর্মান্তিক দুর্ঘটনার বলি স্বামী।

Rejinagar রেজিনগরে ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন ঐ যুবক। পড়ে যান স্ত্রীও। হেলমেট পরলেও মাথায় আঘাত গুরুতর লাগে যুবকের। রক্তে ভেসে যায় রাস্তা। স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাইক চালক।

Rejinagar শনিবার সকালে দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে রাণাঘাটের বাসিন্দা ঐ যুবকের নাম টোটন ঘোষ। রেজিনগরের লোকনাথপুরে বাইক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা দম্পতিকে উদ্ধার করে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

Rejinagar আরফান সেখ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ বাইকে চেপে স্বামী, স্ত্রী যাচ্ছিলেন হাজারদুয়ারি বেড়াতে। পথেই ঘটে যায় দুর্ঘটনা। বাইকের সাথে লরির ধাক্কা লাগে। ঘটনাস্থলে মারা যান স্বামী। স্ত্রীর আঘাত গুরুতর।’

Rejinagar খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘাতক লরিটিকে আটক করে আনা হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও উদ্ধার করা হয়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।