Rejinagar News ধানের জমির আড়ালে হাড়হিম করা ঘটনা

Published By: Imagine Desk | Published On:

Rejinagar News  বলেছিলেন কিছুক্ষন পরেই ফিরবেন। কিন্তু আর ফেরেন নি। দেখতে দেখে কেটে যায় সন্ধ্যে, রাত। খোঁজ মেলে না। দুদিন নিখোঁজ থাকার পর ধানের জমি থেকে উদ্ধার হল পচাগলা দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদেরেজিনগর থানার অন্তর্গত নারকেলবাড়ি ঘাট সংলগ্ন এলাকায়। জমির মধ্যে এই দৃশ্য দেখে কার্যত চমকে ওঠেন স্থানীয় লোকজন। খবর জানাজানি হতেই ছুটে আসে নিখোঁজের পরিবারের সদস্যরা। আসে রেজিনগর থানার পুলিশ। পোশাক দেখে দেহ সনাক্ত করে পরিবার। কীভাবে মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

Rejinagar News জানা গিয়েছে, রেজিনগরের রামপাড়া হাটপাড়া এলাকার বাসিন্দা বালানন্দ বিশ্বাস মঙ্গলবার সন্ধায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন।  খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি পরিবার। বুধবার থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। বৃহস্পতিবার দুপুরে ধানের জমি থেকে উদ্ধার হয় নিখোঁজের দেহ।

Rejinagar News  মৃতের ছেলে বলেন, দুদিন ধরে খোঁজাখুঁজি হয়। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে এই খবর পেয়ে দেখি ভয়ঙ্কর কাণ্ড। কীভাবে মৃত্যু হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। অত্যন্ত সাধারণ জীবনযাপন ছিল। কোন শত্রুতা ছিল না।

Rejinagar News রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে বৃদ্ধের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।