Rejinagar News মুর্শিদাবাদে কংগ্রেসের ভাঙন অব্যাহত। নওদা, হরিহরপাড়ার পর এবার রেজিনগর। রেজিনগরে কংগ্রেসের প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি যোগ দিলেন তৃণমূলে। রবিবার বিকেলে বেলডাঙা ২ নম্বর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি অসিত সিংহ ওরফে মিন্টু সিং তৃণমূলে যোগদান করেন। এদিন কয়েকশো কর্মী সমর্থক নিয়ে কংগ্রেসের এই নেতা তৃণমূলে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউর রহমান । এই যোগদান উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। আতাউর রহমান জানান, একজন সুদক্ষ নেতা তৃণমূলে যোগ দিলেন। সংগঠন আরও শক্তিশালী হবে। এলাকায় কংগ্রেসের আর কোন অস্তিত্ব থাকল না।
Rejinagar News এই যোগদান আগামী দিনে রেজিনগরে তৃণমূলকে আরও শক্তিশালি করবে বলেই মনে করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, মিন্টু সিংহ দীর্ঘদিন ধরেই রেজিনগরে পরিচিত নাম। রাজনৈতিক কর্মী। ওনাকে পেয়ে তৃণমূল কংগ্রেস শক্রিশালী হল। মাস খানেক আগেই কংগ্রেসের ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মিন্টু সিংহ। কংগ্রেস ছেড়ে কেন তৃণমূলে? তিনি জানান, উন্নয়নমূলক কাজ করার জন্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। রাগ অভিমানের কোন ব্যাপার নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে চলতে চাওয়াতেই এই দলবদল।