Rejinagar News ১০ এপ্রিল, ধানের জমি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে বুধবার পুলিশের জালে মূল অভিযুক্ত। মুর্শিদাবাদের রেজিনগরের রামপাড়া হাটপাড়া এলাকার বাসিন্দা বালানন্দ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার হয় ধানের জমি থেকে। পরিবারের দাবি ছিল, দেহ উদ্ধারের দুদিন আগে অর্থাৎ ৮ ই এপ্রিল সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান। তারপরের দিন ৯ ই এপ্রিল রেজিনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের তরফে। ১০ তারিখ রেজিনগর থানার অন্তর্গত নারকেলবাড়ী ফেরীঘাট সংলগ্ন ধানের জমি থেকে উদ্ধার হয় বালানন্দ বিশ্বাসের দেহ।
Rejinagar News এই ঘটনায় রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে হাটপাড়ার বাসিন্দা লালন দাস বৈরাগ্যকে। তদন্ত চলাকালীন গোপন সূত্রে পুলিশ জানতে পারে, লালন দাস বৈরাগ্য রাস্তা থেকে ডেকে বালানন্দ বিশ্বাসকে বাঁধের দিকে নিয়ে গিয়েছিলেন। ভগীরথী নদীর পূর্ব পাড়ে ধানের খেতে বালানন্দের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল বলে স্থানীয়দের দাবি।
Rejinagar News পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে সিজেএম কোর্টে তোলা হয়। ঘটনার নেপথ্যে আসল কারণ কী? ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে রেজিনগর থানা।