Rejinagar accident রেজিনগরে ঘটে গেল বিপদ, মর্মান্তিক পরিণতি ফেরিওয়ালার!

Published By: Imagine Desk | Published On:

Rejinagar accident রেজিনগরে জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ গেল এক ফেরিওয়ালার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার হরেকনগরের বাসিন্দা তহিদুল সেখ বুধবার রেজিনগরের তকিপুরে বাইকে করে ফেরির ব্যবসা করতে গিয়েছিলেন। সেখান থেকেই ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল।

Rejinagar accident বাইক নিয়ে ফেরার পথে জাতীয় সড়ক ওঠার সময় একটি লরি তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার কিছুক্ষণ পর প্রাণ যায় ওই ফেরিওয়ালার। মৃতের এক আত্মীয় ইয়াকুব সেখ জানান,” স্থানীয় মারফৎ ফোনে দুর্ঘটনার খবর আসে। প্রতিদিনই ফেরির কাজে যেত। সেখানেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি”।