Ranitala News মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি তরতাজা প্রাণ

Published By: Imagine Desk | Published On:

Ranitala News সপ্তাহের শুরুতেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার সকালে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে রানিতলা থানার অন্তর্গত পাহাড় গোবিন্দপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ইসরাইল সেখ বাড়ির সামনে বাইকে দাঁড়িয়েছিলেন। সেই সময় মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে  ধাক্কা মেরে সোজা ঘরের ভেতর ঢুকে যায়। ইটের তলায় চাপা পড়ে যান ইসরাইল। বীভৎস ঘটনায় ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। আশঙ্কাজনক অবস্থায় ইসরাইল সেখকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নাবালকের হাতে ট্রাক্টরের স্টেয়ারিং থাকায় দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।এদিন দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । শোকে পাথর মৃতের পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। দুর্ঘটনায় হাহাকার নেমে এসেছে মৃতের পরিবারে। এলাকা জুড়েই শোকের ছায়া।