Raninagar News রাতের রাস্তায় ভয়ঙ্কর অভিজ্ঞতা। মুহূর্তের মধ্যে সবকিছুই যে উল্টেপাল্টে যাবে তা ভাবতেও পারেন নি যাত্রীরা। একটু অসতর্কতার জেরে ঘটে গেল চরম বিপদ! কী সেই বিপদ? মুর্শিদাবাদে ঘটে গেল ফের ভয়াবহ বাস দুর্ঘটনা।
Raninagar News কী ঘটল মঙ্গলবার ?
Raninagar News নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা বাসের। দুর্ঘটনার জেরে আহত হলেন বেসরকারি বাসের যাত্রীরা। মঙ্গলবার সন্ধ্যায় রানীনগরের গোধনপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাসটি যাত্রী নিয়ে বহরমপুর থেকে ইসলামপুর হয়ে সাগরপাড়ার দিকে যাচ্ছিল। সেই সময় গোধনপাড়া এলাকায় একটি টোটোকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে বাস। বাস দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় লোকজন। আহতদের কোনরকমে বাস থেকে নামানো হয়। বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ। বাস চালকের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা বলে দাবি বাস যাত্রীদের। আহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বাস যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক।