Raninagar News মুর্শিদাবাদে ভারত- বাংলাদেশ সীমান্তে পাকড়াও দুই বাংলাদেশি

Published By: Imagine Desk | Published On:

Raninagar News  মুর্শিদাবাদের রানিনগরে সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে  প্রচুর ফেনসিডিল। বিএসএফ সুত্রে খবর, বুধবার রাতে রানিনগরের ভারত- বাংলাদেশ সীমান্তের হারুরডাঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় দুজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের ধাওয়া করে ধরে ফেলে বিএসএফ। দুজনের কাছ থেকে উদ্ধার হয় ৮ বোতল ফেনসিডিল। ধৃত গুলাব শেখ ও জিভান শেখ বাংলাদেশের রাজশাহী জেলার দামকুড়া থানা এলাকার বাসিন্দা বলে সুত্রের খবর। ধৃতদের রানিনগর থানার হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার দুজনকেই ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ কোর্টে পাঠায় রানিনগর থানা। কী কারনে সীমান্ত এলাকায় ফেনসিডিল নিয়ে ঘুরছিল দুই বাংলাদেশি তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।