Raninagar Bangladeshi পরিচয় গোপন রেখে দিব্যি এদেশে! তবুও হল না শেষ রক্ষা

Published By: Imagine Desk | Published On:

Raninagar Bangladeshi ওপার বাংলা থেকে এপারে এসে দিব্যি বসবাস। এদেশেই হয় বিয়েও। কিন্তু এত কিছুর পরেও হল না শেষ রক্ষা। বাংলাদেশী পরিচয় গোপন করে ভারতীয় পরিচয়ে বসবাসকারী অবশেষে পুলিশের জালে। মুর্শিদাবাদেরানীনগরের সিতানগর গ্রাম থেকে গ্রেফতার বাংলাদেশী।

Raninagar Bangladeshi  পুলিশ সূত্রে জানা যায়-

Raninagar Bangladeshi  শুক্রবার রাতে সিতানগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রানীনগর থানা। বাড়ি থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয় বছর তিরিশের মেহের আলীকে। ধৃত যুবক বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলেই জানা যায়।

Raninagar Bangladeshi আর কী জানা যায়-

Raninagar Bangladeshi  ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতো মেহের। রানিনগরের সিতানগরে কয়েক বছর আগে বিয়েও করে সে। শুধু এদেশে বাসই নয় ধৃত বাংলাদেশী এদেশের আধার কার্ডও বানিয়েছিল, এমনটাই দাবী পুলিশের।

Raninagar Bangladeshi  উদ্দ্যেশ্য কী ছিল? কেন এভাবেই ভারতে অনুপ্রবেশ? আড়ালে অন্য কোন কাজে যুক্ত ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্তে রানীনগর থানা। শনিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।