Raninagar টোটোয় এ কী? রাতের অন্ধকারে কী পাচারের ছক ছিল!

Published By: Imagine Desk | Published On:

Raninagar রাতের অন্ধকারে টোটোয় নিয়ে যাওয়া হচ্ছিল প্লাস্টিকের বস্তা। সেই বস্তা খুলতেই বেড়িয়ে এলো বোতল বোতল ফেনসিডিল!  গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে রানীনগর থানার আড়লপাড়া এলাকায় অভিযান চালায় রানীনগর থানাপুলিশ।

Raninagar সুত্রের খবর-

Raninagar রাতের অন্ধকারে রাস্তা দিয়ে টোটো যেতে দেখে সন্দেহ হয়। টোটো আটকে তল্লাশি চালাতেই টোটোয় রাখা বস্তা থেকে বেড়িয়ে আসে ১৭৬ বোতল ফেনসিডিল। গ্রেফতার করা হয় টোটো চালক রাসেল সেখকে। ধৃত ঐ যুবক রানীনগর থানার অন্তর্গত ঝগড়াজল এলাকার বাসিন্দা বলেই জিজ্ঞাসাবাদে সামনে আসে। বিপুল পরিমান ফেনসিডিল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ? পাচার চক্রের সাথে আর কারা জড়িত? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টায় পুলিশ। সোমবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে তোলা হলে হেফাজতে নেয় রানীনগর থানা।