Ramadan 2025 শুরু হচ্ছে রমজান মাস, রোজার আগে ফলের বাজারের দর কী?

Published By: Imagine Desk | Published On:

Ramadan 2025  দিন কয়েক আগেই পালিত হয়েছে শবে বরাত। এবার শুরু হচ্ছে রমজান মাস। ১লা মার্চ শনিবার রাত থেকেই শুরু তারাবির নামাজ। রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু। এরই মাঝে রোজার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। রমজানের অন্যত আকর্ষণ ইফতার। দিনভর উপবাস, সাধনার পর ইফতারে ফলের গুরুত্ব বিশ্বজুড়ে। তাই প্রতিদিনের ইফতারে ফলের জোগান দিতে বহরমপুর থেকে সামসেরগঞ্জ ফলের বাজারে Fruits Market জোরকদমে প্রস্তুতি চলছে।

Ramadan 2025 ইতিমধ্যেই মুর্শিদাবাদে এসে হাজির হয়েছে একাধিক জাতের খেজুর। আসতে শুরু করেছে ভিন রাজ্যের ফলও। তালিকাও লম্বা- আনারস, আপেল, মালটা, ড্রাগন, মুসম্বি, নাসপাতি সহ বিদেশি ফলগুলোও আসা শুরু হয়েছে। বিভিন্ন ফলের সাথে চাহিদা ড্রাই ফ্রুটেরও। চাহিদার কথা মাথায় রেখে ফল ব্যবসায়ীরা একেবারে প্রস্তুত। সামসেরগঞ্জে ফলের বাজার সেজে উঠেছে।

Ramadan 2025 রোজার আগে ফলের দর কত?

Ramadan 2025 কিন্তু দাম আকাশছোঁয়া। বাসুদেরপুর বাজারে শসা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকায়। আগে যা ছিল ৫০ টাকা কেজি। আপেলের দর কেজি প্রতি ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা। আঙুরের দর ১২০ থেকে ১৫০ টাকায় পৌঁছেছে। পেঁপে দাম যেখানে কেজিতে ছিল ৬০ টাকা তা বেড়ে হয়েছে ৮০ টাকা। খেজুরের দামও কিছুটা বেড়েছে। কলার দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা। ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কলা।

Ramadan 2025 ফল ব্যবসায়ীরা কী বলছেন?

Ramadan 2025 এক ব্যবসায়ী মদন প্রামানিক জানান, প্রতি বছরই রমজান মাসের শুরুতে ফলের দাম থাকে ঊর্ধ্বমুখী। এবারেও তার ব্যতিক্রম হয় নি। ধীরে ধীরে দাম নাগালের মধ্যে আসার সম্ভাবনা আছে।

Ramadan 2025 ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ফলের দাম বাড়ুক বা কমুক! ফল কিনতেই হবে। তবে দাম নাগালের মধ্যে থাকলে মধ্যবিত্তের সুবিধাই হবে।