Raghunathganj News শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের পথে প্রতিবাদ SFI, DYFI এর। ফুলতলা মোড়ে বিক্ষোভ মিছিল এবং রাস্তা অবরোধ করল SFI এবং DYFI এর কর্মী, সমর্থকরা। বিক্ষোভ মিছিল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। দলীয় ঝাণ্ডা হাতে স্লোগান তুলে চলে বিক্ষোভ। রঘুনাথগঞ্জ- লালগোলা রাজ্য সড়ক রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন কর্মী সমর্থকরা।
এদিনের কর্মসূচী প্রসঙ্গে DYFI নেতা দেবাশিস রায় জানান ২৬ হাজার চাকরি বাতিল। কেন হল? কেন ব্যর্থ সরকার? জবাব দিতে হবে। যোগ্যদের চাকরি ফেরাতে হবে। স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে।