Raghunathganj News পদ্মার জলে ভাসছে এ কী ! যা দেখে হইচই এলাকা জুড়ে? সকাল থেকেই ভিড় পদ্মা পাড়ে। ঘর ছেড়ে নদী পাড়ে এলেন অসংখ্য মানুষ। রঘুনাথগঞ্জের ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখা যায় অদ্ভুত এক জিনিস। যা দেখে সন্দেহ হয়, অবাকও হন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষন পর বোঝা যায় জলে যা ভাসমান সেটি আসলে কী? দেখা যায়, জলে ভাসছে এক ব্যক্তির দেহ। বুধবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেজুরতলা ঘাট সংলগ্ন এলাকায়।
Raghunathganj News স্থানীয় সূত্রে কী জানা যায়?
Raghunathganj News স্থানীয়দের দাবী , অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে এসেছে নদীতে। খবর পেয়ে জঙ্গীপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। কীভাবে মৃত্যু? ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে তা স্পষ্ট হবে বলেই জানা যায়। মৃতের পরিচয় জানতে তদন্তে পুলিশ।