Raghunathganj Incident বৃহস্পতিবারের সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রসাদপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সাত সকালে বাড়ির পাশে খেলা করার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে এক শিশু। বন্ধুদের সাথে খেলতে খেলতে এমন ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করে নি।
Raghunathganj Incident কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রসাদপুর এলাকায় বাড়ির পাশেই খেলা করছিল বেশ কয়েকজন শিশু। হঠাৎই ওই এলাকার একটি পুরনো পাঁচিলের গাঁথনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বছর চারেকের এক শিশুর উপর। বিকট আওয়াজ আর চিৎকারে ছুটে আসেন পরিবারের লোকজন, স্থানীয়রা। ইটের স্তুপ সরিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিকটবর্তী জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হয় না শেষ রক্ষা। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন আহত শিশুকে।
Raghunathganj Incident পাড়ার মধ্যে কেন বিপজ্জনক অবস্থায় ছিল পাঁচিল?
Raghunathganj Incident কাদের গাফিলতির মাশুল দিতে হল চার বছরের শিশুটিকে? কেন ব্যবস্থা নেওয়া হয়নি এতদিন, যা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতের এক আত্মীয় মনোজ দাস বলেন, ” পাঁচিলের পাশেই খেলা করছিল বাচ্চাটি বন্ধুদের সাথে। কিন্তু হঠাৎই কাদার গাঁথনি দেওয়া নড়বড়ে ইটের পাঁচিল ভেঙে পড়ে শিশুটির উপর। মুহূর্তের মধ্যেই সব শেষ”। কান্নায় ভেঙে পরে শিশুর পরিবার। শোকে পাথর গোটা এলাকা।