Raghunathganj Exhibition অন্যরকম প্রদর্শনী রঘুনাথগঞ্জে, কী নেই তাতে! ফিরল টেপ রেকর্ডার, গ্রামোফোন

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj Exhibition অ্যান্টিক বা পুরনো আমলের সামগ্রী সংগ্রহ করা অনেকেরই শখ রয়েছে। কিন্তু অনেকেই দেখেন নি সেইসব দুষ্পাপ্য বা ঐতিহাসিক জিনিস।Exhibition of antiques and rare items বিশেষ করে ডিজিটাল যুগে প্রাচীন সামগ্রীর মূল্য বা গুরুত্ব যে কমেনি সেই বার্তাই দিতে চাইছে এই অন্যরকম প্রদর্শনী। প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী রঘুনাথগঞ্জ হাইস্কুলে। জঙ্গীপুর কালেক্টরস ফোরাম আয়োজিত এই প্রদর্শনী বৃহস্পতিবার উদ্বোধন হয়। চলবে দুদিন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শিক্ষক থেকে জনপ্রতিনিধি, বিশিষ্ট জনেরা।

Raghunathganj Exhibition প্রদর্শনীর উদ্যোক্তা সংগ্রাহক মহম্মদ পাপ্পান। তিনি জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ওপেন টি বায়স্কোপ থেকে কাঠের গ্রামোফোন, লন্ঠন থেকে টেপ রেকর্ডার- সব কিছুই ভারতের নানান জায়গা থেকে সংগ্রহ করেছেন। এটি তাঁর নেশা। এই প্রজন্ম যাতে পুরনো আমলের দুষ্প্রাপ্য সামগ্রী দেখার সুযোগ পায় সেই উদ্দ্যেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন।

Raghunathganj Exhibition প্রদর্শনী ঠিক যেন ‘যাদুঘর’। কী নেই তাতে! ফোল্ডিং ক্যামেরা থেকে গ্রামোফোন, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার থেকে সিআরটি টিভি। দেওয়াল ঘড়ি, লন্ঠন থেকে দেশি, বিদেশি মুদ্রা। ডাক টিকিট, ইকো রেডিও থেকে এনভেলপ। যা মুগ্ধ করছে সকলকে।

Raghunathganj Exhibition রঘুনাথগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল মণ্ডল জানান, রঘুনাথগঞ্জ শহরে তো বটেই মুর্শিদাবাদ জেলায় এই ধরনের উদ্যোগ আগে নেওয়া হয়েছে কিনা সন্দেহ আছে। প্রদর্শনীর প্রস্তাব পেতেই সাগ্রহে সম্মতি জানিয়েছি। সংগ্রাহক দীর্ঘদিন ধরে সযত্নে লালন করছেন দুষ্প্রাপ্য সামগ্রী। আর সেই সামগ্রীই প্রদর্শিত হচ্ছে, এটি অভাবনীয় বিষয়। এলাকাবাসী দেখার সুযোগ পাচ্ছে। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

Raghunathganj Exhibition পুরণো আমলের কথা জানতে গেলে স্মৃতির পাতায় চোখ রাখা দরকার। তাই অতীত থেকে আধুনিকে উত্তোরণের ইতিহাস তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রী দেখতে ভিড় বাড়ছে পড়ুয়াদের। শেষ নেই উৎসাহ এবং কৌতূহলের।