Raghunathganj পুলিশের জালে মা ও ছেলে। তল্লাশিতে উদ্ধার বিপুল পরিমান মাদক

Published By: Imagine Desk | Published On:

Raghunathganj  রঘুনাথগঞ্জের উমরপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ঘোরাঘুরি মা ও ছেলে। তাঁদের গতিবিধি দেখেই সন্দেহ হয় পুলিশের। সন্দেহভাজনকে দুজনকে আটক করে পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদ তারপর তল্লাশি চালাতেই পর্দাফাঁস হয় রহস্যের। মা ও ছেলের কাছ থেকেই উদ্ধার হয় বিপুল পরিমান মাদক! গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযানে নামে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযানেই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা।

Raghunathganj রঘুনাথগঞ্জের উমরপুর এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময় দুজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই দুজন পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয় ৫৮২ গ্রাম ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় রকি সেখ ও তাঁর মা মানোয়ারা বিবিকে। ধৃতরা লালগোলার বাসিন্দা বলে জানা যায়। এই মাদক পাচারের উদ্দ্যেশ্যেই বাস ধরার জন্য দাঁড়িয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Raghunathganj  রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দাস জানান, দুজন আটক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৫৮২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উত্তরবঙ্গ থেকে এসে ওমরপুর মোড়ে বাস ধরার জন্য দাঁড়িয়েছিল। লালগোলা যাওয়ার প্ল্যান ছিল। এরা উত্তরবঙ্গ থেকে এসেছে বলেই প্রাথমিক তদন্তে জানা যায়।

Raghunathganj  পুলিশের প্রাথমিক অনুমান উত্তরবঙ্গ থেকে মাদক এনে কারবার চালাত এলাকায়। কতদিন ধরে চলছিল এই কারবার? এই চক্রের সাথে আর কারা যুক্ত? তা ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টায় রঘুনাথগঞ্জ থানা। শুক্রবার ধৃত দুজনকেই হেফাজতে চেয়ে বহরমপুর কোর্টে পাঠায় পুলিশ।