Pushpa 2: The Rule-2024 সালটা ২০২১- করোনা পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে সবচেয়ে সফল ছিল- ‘পুষ্পা’। বক্স অফিসে দারুন ব্যবসা করে এই ছবি। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। ২০২৪- এর ৫ ই ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ পুষ্পা ২’। ছবি মুক্তির দিন পিছিয়েছে একাধিকবার। অবশেষে ৫ ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে ‘পুষ্পা: দ্য রাইজ়’ এর দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’-এর অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা।
Pushpa 2: The Rule-2024 নতুন সিনেমা, নতুন অধ্যায় নিয়েও দর্শকদের মধ্যে চাঞ্চল্য রয়েছে। তবে মুক্তির আগেই নতুন রেকর্ড করে ফেলল ‘পুষ্পা ২’! কী সেই রেকর্ড? তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। আর এই রেকর্ড গড়েছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি। ইতিমধ্যেই খুলে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছে রেকর্ড পরিমাণ টিকিট। জানা গিয়েছে, গোটা দেশে অ্যাডভান্স বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় ‘পুষ্পা ২’ দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছে ৫৫ হাজার টিকিট! হিন্দি ছবির ক্ষেত্রে এত তাড়াতাড়ি এট টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে।
Pushpa 2: The Rule-2024 দুটি পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ছবির পোস্টারে অল্লুর রূপসজ্জা নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তেমনই রশ্মিকার সঙ্গে অল্লুর গানও ইতিমধ্যেই জনপ্রিয়। গত বছরের শেষের দিকে ছবির কাজে হাতও দিয়েছিলেন পরিচালক সুকুমার। ৪০ শতাংশ শুটিং হয়ে যাওয়ার পর আচমকা বন্ধ হয়ে যায় শুটিং। পরিচালক ফের নতুন করে শুটিং শুরু করেন।
Pushpa 2: The Rule-2024 সারা দেশের পাশাপাশি শহর বহরমপুরেও বক্স অফিস কাঁপাতে ‘পুষ্পা ২’ ঝড়ের অপেক্ষা। বক্স অফিসে সাফল্যের অপেক্ষায় সিনে ব্যবসায়ীরা। ইতিমধ্যেই শহরের একাধিক মালটিপ্লেক্সে ৫ এবং ৬ ই ডিসেম্বর দুটি স্ক্রিনে ৫ টি করে মোট ১০ টি শো চলবে। বছর শেষে ‘পুষ্পা ২’ এর হাত ধরে লক্ষ্মীলাভের আশা বাড়ছে। সিনে প্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে।