Pushpa 2 movie review শীতের সকালে ঘুম থেকে উঠেই সোজা সিনেমা হলে! ‘পুষ্পা ২’ দেখতে উত্তেজনার পারদ তুঙ্গে উঠল শহর বহরমপুরে। বহু প্রতীক্ষিত আল্লু অর্জুন ও সুকুমারের এই ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। বৃহস্পতিবার হল অপেক্ষার অবসান। সিনেমা মুক্তি হতেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে বহরমপুরের মালটিপ্লেক্সে উপচে পড়ল দর্শকদের ভিড়। অগ্রিম টিকিট বুকিং হয়েছিল, সিনেমা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিনে প্রেমীরা এলেন বহরমপুরে। ছবির ট্রেলার থেকে শুরু করে ছবির গানের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল আগেই।
Pushpa 2 movie review এখন প্রশ্ন হল, ‘পুষ্প: দ্য রুল’ কি ২০২১-এর ‘পুষ্প: দ্য রাইজ’-এর সঙ্গে পাল্লা দিতে পারল? ফার্স্ট ডে ফার্স্ট শো – এর রিভিউ কী বলছে? ৩ ঘণ্টা ২০ মিনিটের এই সিনেমায় টানটান উত্তেজনা। সিনেমা শেষের পর প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়ে দর্শকরা বলছেন- পুষ্পা ঘোরেই রয়েছেন। পরতে পরতে সাসপেন্স, টুইস্ট। চিত্রনাট্য, অভিনয় নিয়ে এককথায় বাকরুদ্ধ দর্শকরা। অপেক্ষা তৃতীয় ভাগের।
Pushpa 2 movie review বছর শেষে ‘পুষ্পা ২’ এর সাফল্যে লক্ষ্মীলাভের আশায় মাল্টিপ্লেক্সগুলিও। ছবিটি এক সপ্তাহ পরে 3D সংস্করণে মুক্তি পাবে, আপাতত 2D -তে দেখতে হবে পুষ্পা ২। বহরমপুরের এক মাল্টিপ্লেক্সে প্রথম চারদিনের অগ্রিম টিকিট বুকিং হয়েছে। দুটি স্ক্রিনে পাঁচটি করে মোট ১০ টি শো চলবে সকাল থেকে রাত অবধি। সকাল থেকে রাত-দর্শকদের কথা ভেবে বাড়ানো হয়েছে শো টাইম।