Police Recruitment পুলিশে চাকরির সুযোগ ! শুন্যপদ ১৯ হাজারেরও বেশি

Published By: Imagine Desk | Published On:

Police Recruitment  বিহারের  কেন্দ্রীয় নির্বাচন বোর্ড (CSBC) বিপুল সংখ্যক পুলিশ কনস্টেবল নিয়োগ করতে চলেছে। মঙ্গলবার এই নিয়োগের ঘোষণা করেন কাউন্সিলের চেয়ারম্যান জিতেন্দ্র কুমার। মোট ১৯,৮৩৮টি পদের জন্য আবেদন গ্রহণ করা হবে, যার মধ্যে ৬,০১৭টি পদ সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য।

আবেদনের সময়সীমা

🔹 আবেদন শুরু: ১৮ মার্চ ২০২৫
🔹 আবেদন শেষ: ১৮ এপ্রিল ২০২৫
🔹 আবেদন পদ্ধতি: অনলাইন

Police Recruitment পদের সংরক্ষণ ব্যবস্থা

বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে:
অসংরক্ষিত (UR) – ৭,৯৩৫টি পদ
EWS (অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি) – ১,৯৮৩টি পদ
SC (তফসিলি জাতি) – ৩,১৭৪টি পদ
ST (তফসিলি উপজাতি) – ১৯৯টি পদ
অনগ্রসর শ্রেণি (OBC) – ৩,৫৭১টি পদ
OBC-B (অনগ্রসর শ্রেণির অন্য গোষ্ঠী) – ২,৩৮১টি পদ
অনগ্রসর শ্রেণির মহিলারা – ৫৯৫টি পদ
ট্রান্সজেন্ডার প্রার্থীরা – ৫৩টি পদ

Police Recruitment মহিলাদের জন্য পৃথক সংরক্ষণ

মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা ৬,৭১৭টি। এছাড়া, স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য সংরক্ষিত রয়েছে ৩৯৭টি পদ।

হোমগার্ডদের জন্য বিশেষ সুবিধা

বিহারের হোমগার্ডদের জন্য ৫০% আসন সংরক্ষিত থাকবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

প্রার্থীদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে। বিস্তারিত তথ্য জানতে CSBC-এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।


Police Recruitment ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ ২০২৫

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করতে চলেছে।

🔹 মোট শূন্যপদ: ৩৫৭টি
🔹 আবেদন প্রক্রিয়া শুরু: ইতিমধ্যে শুরু হয়েছে
🔹 আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৫
🔹 আবেদন পদ্ধতি: অনলাইন

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।