New Express Train সিকিম, দার্জিলিং, ডুয়ার্স যাওয়া এখন আরও সহজ হচ্ছে। সমতল থেকে পাহাড়ে যাওয়া ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর এল গরমের ছুটির আগেই। উত্তরবঙ্গ প্রেমীদের জন্য এখনও আরও সহজ হচ্ছে ট্রেন যাত্রা। এবার সরাসরি জলপাইগুড়ি যাওয়ার ট্রেন পাচ্ছেন শহর বহরমপুরবাসী। শিয়ালদাহ- জলপাইগুড়ি নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলেছে খুব শীঘ্রই। অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। এই নতুন ট্রেনটি হতে চলেছে সাপ্তাহিক। রাতে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেনটি। পরের দিন দুপুর নাগাদ তা জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। স্বাভাবিক ভাবেই খুশি উত্তরবঙ্গমুখী পর্যটকরা।
New Express Train বহরমপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি ট্রেন পরিষেবা চালু হওয়ার খবর প্রকাশ্যে এনেছে রেল মন্ত্রক। রেল দপ্তর সূত্রে খবর, শীঘ্রই শিয়ালদহ থেকে জলপাইগুড়ি ট্রেন পরিষেবা চালু হবে। এই ট্রেন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন হয়ে আজিমগঞ্জ , মালদা হয়ে জলপাইগুড়ি স্টেশন পৌঁছবে।
New Express Train নতুন ট্রেনের সময় কী? কখন ছাড়বে?
রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতি শনিবার রাত ১১.৪০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে। আবার রবিবার সকাল ৮.১০ এ জলপাইগুড়ি থেকে ট্রেনটি শিয়ালদহের উদ্যেশ্যে রওনা দেবে।
New Express Train এই নিয়ে সাংবাদিক বৈঠক বিজেপি নেতার-
New Express Trainশনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রহরমপুর সাংগঠনিক জেলা সভোপতি শাখারভ সরকার। তিনি বলেন , ‘শিয়ালদাহ- জলপাইগুড়ি রোড এক্সপ্রেস চালু হচ্ছে। এটা আমাদের বহরমপুরেও স্টপেজ দেওয়া হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। এর আগেও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমে অশ্বিনী বৈষ্ণবকে বলা হয়েছিল। মুর্শিদাবাদের মানুষের দীর্ঘ প্রতিক্ষার অবসান হল। এই লাইন দিয়ে যে ট্রেন চলবে সেই ট্রেনের টাইম, কোথায় কোথায় স্টপেজ পুরো লিস্ট এসেছে। মুর্শিদাবাদ স্টেশন বাদ গিয়েছে। এই নামটাও দিয়েছিলাম। সেইজন্য আবারও রেল মন্ত্রীকে আবারও চিঠি করা হবে যাতে মুর্শিদাবাদেও স্টপেজ দেওয়া হয়।’
এNew Express Train এর আগে রাত সাড়ে ৮টার পর এনজেপি থেকে কোনও ট্রেন কলকাতার দিকে না আসার কারণে সমস্যায় পড়তে হতো পর্যটকদের। বিকেল ও সন্ধ্যায় এনজেপি থেকে শিয়ালদহ আসে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে রয়েছে তিস্তা-তোর্সা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস।
New Express Train প্রসঙ্গত, বছরভর উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় থাকে। এই রুটের ট্রেনগুলিতে টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। স্বাভাবিক ভাবেই এই নতুন ট্রেন পরিষেবা চালু হতে চলায় অনেকটাই স্বস্তিতে ভ্রমণ প্রেমীরা।