Netaji Subhas Deep ৫ টাকায় ২০ লিটার জল! নেতাজী সুভাষ দীপে এবার Water ATM

Published By: Imagine Desk | Published On:

Netaji Subhas Deep পর্যটকদের কথা ভেবে এবার নতুন উদ্যোগ নেওয়া হল মুর্শিদাবাদের অন্যতম পর্যটন কেন্দ্র নেতাজী সুভাষ দীপ পার্কে। পার্কে আসা পর্যটকদের পানীয় জলের ব্যবস্থা করা হল  অবশেষে। পার্কে এবার বসল ওয়াটার এটিএম Water ATM। উদ্বোধন করলেন জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম।

Netaji Subhas Deep শীতের মরশুম হোক বা যে কোন ছুটির দিন- এই পার্কে সারা বছর বেড়াতে আসেন বহু পর্যটক। দূর দূরান্ত থেকে এসে চাহিদা থাকে পানীয় জলের। সেক্ষেত্রে তৃষ্ণা মেটাতে পার্কের মধ্যেই এবার Water ATM। জঙ্গীপুর পৌরসভার অধীনে এই দ্বীপে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তেন অনেকেই। আসছে গ্রীষ্মকাল। তার আগেই পানীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এলো জঙ্গীপুর পৌরসভা। সোমবার পৌরসভার পক্ষ থেকে পার্কের মধ্যে উদ্বোধন করা হল এই ওয়াটার এটিএমের। যেখানে মাত্র ৫ টাকা দিলেই মিলবে ২০ লিটার ঠান্ডা জল।

Netaji Subhas Deep জঙ্গীপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, পার্কে ওয়াটার এটিএম চালু হল। সব সময় ঠাণ্ডা জল পাওয়া যাবে। ৫ টাকার কয়েন দিলেই ২০ লিটার জল পাওয়া যাবে। এই ওয়াটার এটিএম থেকে ১ লিটার থেকে ২০ লিটার পর্যন্ত পানীয় জল পাওয়া যাবে। মানুষের স্বার্থে জলের সমস্যা মেটাতেই এই উদ্যোগ।

Netaji Subhas Deep এদিন চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলরদের উপস্থিতিতে ওয়াটার এটিএমের উদ্বোধন করা হয়।