Netaji Jayanti নানান অনুষ্ঠানে নেতাজি স্মরণ, দেশনায়কের ১২৮ তম জন্মজয়ন্তী পালিত বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Netaji Jayanti আজ দেশজুড়ে সাড়ম্বরে পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী। নেতাজির দেখানো পথই আজ অনুসরণ করছে গোটা দেশ। নেতাজির সেই চেতনাকেই আজ স্মরণ করছে মানুষ।  ১৮৯৭ সালে ২৩ জানুয়ারি, ওড়িশার কটক জেলায় জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। বোস ছিলেন একজন অসাধারণ ব্যক্তি এবং জনপ্রিয় নেতা, যিনি কংগ্রেসের সভাপতি হয়ে ভারতের ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামরিক বাহিনী তৈরি করেছিলেন। তিনি একজন নির্ভীক নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। যার ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি অটল উৎসর্গ দেশের ইতিহাসে একটি অদম্য চিহ্ন রেখে গিয়েছিল।

Netaji Jayanti একজন বিশিষ্ট বাঙালি পরিবার থেকে কটকে তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর উচ্চ শিক্ষার জন্যে কলকাতার স্কটিশ চার্চ কলেজ এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। ১৯১৬ সালে, তিনি তার বিপ্লবী কর্মকাণ্ডের জন্য বহিষ্কারের সম্মুখীন হন, কিন্তু দেশের স্বাধীনতার জন্য তার সংকল্প কখনও ছাড়েননি। ২০২১ সালে সুভাষ চন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পরাক্রম দিবস হিসাবে মনোনীত করে। আজ সেই মহান মানুষটিরই জন্মবার্ষিকী পালন করছে গোটা দেশ।

Netaji Jayanti নেতাজি স্মরণে শহর বহরমপুর- 

Netaji Jayanti  ভবিষ্যৎ প্রজন্মের কাছে ধারাবাহিক চেতনার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে নেতাজি স্মরণে শহর বহরমপুরের কিশোর, কিশোরীরা। বৃহস্পতিবার সকালে বহরমপুরে রবীন্দ্রসদনের মুক্ত মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মুক্ত মঞ্চে দেশাত্মবোধক গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে বিশেষ ভাবে পালন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুবীর সরকার জানান, ” তথ্য ও সংস্কৃতি বিভাগ সাড়া রাজ্যে এই দিনটি পালন করে। দেশনায়ক দিবস হিসেবে পালন করে। প্রতিটি ব্লক এবং পৌর এলাকায় হয় বিশেষ অনুষ্ঠান”।

Netaji Jayanti বহরমপুর পৌরসভার শ্রদ্ধার্ঘ্য-

Netaji Jayanti  বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নেতাজির জন্মদিবস পালন হয়। বহরমপুর টেক্সস্টাইল কলেজ মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌর কর্তা, কর্মীরা। পাশাপাশি শহীদ বেদিতেও মাল্যদান করেন পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা সহ কাউন্সিলর ও পৌরকর্মীরা। ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা বলেন, ” প্রতি বছরের মতো এবারেও দেশনায়কের জন্মদিবস পালিত হল। নেতাজির আদর্শকে সামনে রেখে আগামী দিনে মানুষের জন্য কাজ করার শপথ নেওয়া হল আবারও।”

Netaji Jayanti নেতাজি জয়ন্তী পালনে কংগ্রেস-

Netaji Jayanti নেতাজি জয়ন্তীতে বহরমপুরে একাধিক অনুষ্ঠানে যোগ দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিনসকালে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে নেতাজির প্রতিকৃতিকে মাল্যদান করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব। মাল্যদানের পাশাপাশি নেতাজিকে নিয়ে বক্তব্য রাখেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। জেলা কংগ্রেস কার্যালয়ের অনুষ্ঠান শেষে নেতাজির জন্মদিবসে স্যান্টাফোকিয়া ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরেও যোগ দেন অধীর। নেতাজি স্মরণে অধীর বলেন, ” একদিকে মহাত্মা গান্ধী সেই সঙ্গে সুভাষচন্দ্র বসু, সেদিনের স্বাধীনতা সংগ্রামীরা এইভাবেই আমাদের দেশে পূজিত হন। এই দেশকে স্বাধীন করার জন্য একদিন নেতাজিকে বিদেশে পারি দিতে হয়েছিল আমরা সবাই তা জানি। বাংলার মানুষ যে যেখানে আছেন নেতাজির ইতিহাস কারও অজানা নেই।”

Netaji Jayanti  দেশপ্রেম দিবস পালন ফরওয়ার্ড ব্লকের-

Netaji Jayanti নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে দেশপ্রেম দিবস হিসাবে পালন করল ফরওয়ার্ড ব্লক। বহরমপুরের খাগড়ায় ফরওয়ার্ড ব্লকের জেলা কার্যালয়ে নেতাজির আবক্ষমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব থেকে জেলা বামফ্রন্ট নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লক নেতা স্বরূপ দেব বলেন, ” সারা দেশে মর্যাদার সাথে নেতাজি জয়ন্তী পালিত হল। এটা আমাদের দেশপ্রেম দিবস”।