Murshidabad Weather মুর্শিদাবাদ জেলা জুড়েই আবহাওয়ার খামখেয়ালিপনা। কোথাও তীব্র গরম, আবার কোথায় স্বস্তির বৃষ্টি। বৈশাখের প্রখর রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বহরমপুরবাসীর। শহর জুড়ে যখন হাঁসফাঁস করা অবস্থা। তখন মুর্শিদাবাদের আরেক প্রান্তে হল স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টি হল সামসেগঞ্জে। শুধু বৃষ্টি নয়! একেবারে শিলা বৃষ্টি। ঝোড়ো হাওয়া সাথে ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল সামসেরগঞ্জের বিভিন্ন এলাকা। বেলা গড়িয়ে দুপুর হতেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই শুরু হয় শিলা বৃষ্টি। বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও চাষবাসে ক্ষতির আশঙ্কাও প্রবল।
Murshidabad Weather অন্যদিকে বহরমপুর ও তার সংলগ্ন এলাকায় এদিন সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকে। শহর বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকে ৫০%। চলতি সপ্তাহে শনিবার অব্ধি রোদ ঝলমলে আবহাওয়ার পূর্বাভাস। আগামী রবিবার থেকে হতে পারে হাওয়া বদল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। ফলে এখনই স্বস্তি ফেরার সম্ভাবনা ক্ষীণ।