Murshidabad Tourism ২০২৫ এর শুরুতে ফেস্টিভ মুড সর্বত্র। নতুন বছরের প্রথম দিনই ঐতিহাসিক মুর্শিদাবাদের পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের ভিড়ে জমজমাট। পর্যটকদের ঢল নামল হাজারদুয়ারীতে। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও পর্যটকের ভিড় শহর মুর্শিদাবাদে। বুধবার সকাল থেকে হাজারদুয়ারিতে ভিড় পর্যটকদের। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় আরও বাড়তে থাকে।

কেমন লাগল হাজারদুয়ারী? বছরের প্রথম দিন কেমন কাটল পর্যটকদের? উত্তরে পর্যটকদের একাংশ বললেন- বারবার এলেও মন ভরে না। হাজারদুয়ারি ঘুরেই শুরু হোক নতুন বছর। পরিবার পরিজনেদের নিয়ে বারবার ছুটে আসা ঐতিহাসিক এই নিদর্শন দেখতে।
Murshidabad Tourism হাজারদুয়ারি প্যালেসের সামনে ছবি তুলতে থিক থিক করে ভিড়। সাথে পিকনিকের আয়োজনও হয়। প্রচুর বাস, গাড়ি আসে পর্যটকদের। ফেরে সেই পুরনো ছবি। ওয়াসিফ মঞ্জিল থেকে ইমামবাড়া- সাথে মুর্শিদাবাদ শহর জুড়ে পর্যটনকেন্দ্র গুলিতে তিল ধারণের জায়গা থাকে না এদিন। কেউ টাঙ্গায় চেপে কেউ নৌকায় করে ঘুরলেন নবাবি শহর। ইতিহাসের স্মৃতি আঁকড়েই শুরু নতুন বছরের উদযাপনের। মানুষের ঢল নামায় খুশি ব্যবসায়ী থেকে টাঙ্গা চালকরাও। নতুন বছরে পর্যটন শিল্পে নতুন করে আশার দেখল নবাবি শহর।