Murshidabad TMC নতুন বছরের প্রথম দিনেই ২৬ এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। ২৮ তম প্রতিষ্ঠা দিবস থেকেই কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা। এদিন বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়। এদিন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করে প্রয়াত নেতাদের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
Murshidabad TMC কী বললেন তৃণমূল নেতারা?
এদিন বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বলেন, ” জেলা জুড়েই দিনটি পালন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালি করতে হবে। বিজেপিকে পরাজিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ভরসা। আগামী দিনে শুধু বাংলা নয় ভারতবর্ষের নেত্রী হিসেবে আমরা দেখতে চাই”।
Murshidabad TMC বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হয় আলোচনা সভাও। অপূর্ব সরকার বলেন, ” আজকের দিনেওর শপথ ভারতবর্ষের সংবিধান রক্ষা, ধর্ম নিরপেক্ষতা, সম্প্রীতি রক্ষা। যা আজকে সাম্প্রদায়িক শক্তি ধ্বংস করার চেষ্টা করছে। তার বিরুদ্ধের লড়াইয়ের আজকের দিন।”
Murshidabad TMC দিনভর চলে নানান কর্মসূচী। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী বলেন, ” দলের বর্তমান অবস্থা, তাৎপর্য বিশ্লেষণ হয়। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল দিন দিন এগোচ্ছে সমস্ত বিষয়ে আলোচনা হয়। ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি জন্ম হয়েছিল যে পার্টির সেই পার্টি সাড়া ভারতবর্ষে মূল পরিচালক শক্তি হিসেবে অবস্থান দেখাচ্ছে।”
Murshidabad TMC মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিষ্ঠা দিবস Foundation Day পালন তৃণমূলের
আরও পড়ুন- তৃণমূলের প্রতিষ্ঠাদিবসে মন্ত্রী সাংসদ পথে নেমে জনসংযোগে সামীল রঘুনাথগঞ্জে
Murshidabad TMC একই সাথে কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের All India Trinamool Congress উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়। ব্লক অফিস প্রাঙ্গণে হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। বিধায়ক থেকে স্থানীয় জন প্রতিনিধি, কর্মীরা এদিনের কর্মসূচিতে সামিল হন। কান্দির সাথেই খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও প্রতিষ্ঠা দিবস উদযাপন। খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর কলেজ সংলগ্ন এলাকায় খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত এর উপস্থিতিতে দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্য দান, কেক কেটে উদযাপন জন প্রতিনিধি, নেতৃত্ব, কর্মীদের। বড়ঞা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও উদযাপন হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। উপস্থিত ছিলেন বড়ঞা ব্লক দক্ষিণ এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত অঞ্চলের সভাপতি ,পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সদস্য,ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। হয় শীতবস্ত্র বিতরণ। ফারাক্কা থেকে রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া থেকে সাগরপাড়া- মুর্শিদাবাদ জেলা জুড়েই প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের।