Murshidabad Station বাড়বে ট্রেনের সংখ্যা? মুর্শিদাবাদ স্টেশন পরিদর্শনে রেল আধিকারিক। তুঙ্গে জল্পনা

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Station  মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে এলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশানাল রেলওয়ে ম্যানেজার DRM দীপক নিগম। বুধবার মুর্শিদাবাদ স্টেশনে ডিআরএমের সাথে বৈঠক করলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বৈঠক শেষে বিধায়ক দাবি করেন তিনি ১২টি ট্রেনের দাবি করেছেন, খুব শীর্ঘ্রই সেই ট্রেন চালু হবে। সেই দাবি এদিন তিনি ডিআরএমকে জানিয়েছেন।

Murshidabad Station কী জানালেন বিধায়ক?

Murshidabad Station মুর্শিদাবাদের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ জানান, একটা সাপ্তাহিক ট্রেনের দাবি জানানো হয়নি। ২ টি লোকাল ট্রেন, ১০ টি এক্সপ্রেস ট্রেন মোট ১২ টি ট্রেনের দাবি জানানো হয়েছিল। সেই ট্রেনগুলি যাতে অতি দ্রুততার সাথে চালু হয় সেই দাবিই করা হয়। ডিআরএম জানান, আবেদন রেল বোর্ডে পৌঁছে গিয়েছে। সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা। রেল ভবন থেকে সবুজ সংকেত পেলেই দাবি করা ট্রেনগুলো তাড়াতাড়ি এই রুটে চালানো যাবে।