Murshidabad School News মুর্শিদাবাদের এই স্কুলে ‘বিজ্ঞান বিভাগ’ উঠে যাওয়ার মুখে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad School News চাকরি বাতিলের জের। নেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির শিক্ষক। ফলে উঠে যাওয়ার মুখে স্কুলের বিজ্ঞান বিভাগ। চরম সঙ্কটে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভাসাইপাইকড় হাইস্কুল। স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল ৪০ জন। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ১৬ জন শিক্ষকের চাকরি। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। বর্তমানে ২৪ জন শিক্ষক নিয়ে ক্লাস, পরীক্ষা কোনকিছুই চালানো যাবে না- জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক।

Murshidabad School News স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ তাসিকুল ইসলাম জানান, এমনিতেই শিক্ষক সংখ্যা কম। চালানো মুশকিল। সাড়ে আট হাজার ছাত্র ছাত্রী। তারওপর ৪০ জনের মধ্যে ১৬ জন চলে গেলে রইল বাকি ২৪ জন। এই ২৪ জন নিয়ে কোনমতেই চালানো যাবে না। পরীক্ষার সময় ২ টো করে রুম একজন মাস্টারমশাইকে দেখতে হবে এরকম অবস্থা। ফিজিক্সের টিচার থাকবে না, কেমিস্ট্রির টিচার থাকবে না, বায়োলজির টিচার থাকবে না। সায়েন্সটা পুরোপুরি উঠে যাওয়ার মুখে। এডুকেশনের হাই সেকেন্ডারির মাত্র একজন টিচার ছিলেন, তিনিও চলে গেলেন। ফলে স্কুল চালানোর মতো পরিস্থিতি আর থাকবে না।

Murshidabad School News সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হওয়ায় মুর্শিদাবাদের আরও অনেক স্কুল সমস্যায় পড়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সুতির ছাবঘাটী কে ডি বিদ্যালয়ও। এক ধাক্কায় এই স্কুলে ২৪ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। চাকরি গিয়েছে এক শিক্ষাকর্মীরও। স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৬৫। এর মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে গোটা প্যানেল বাতিল হওয়ায় এই স্কুলে চাকরি হারিয়েছেন ২৫ জন, এর মধ্যে ২৪ জন শিক্ষক শিক্ষিকা ও একজন শিক্ষাকর্মী। ফলে বর্তমানে এই স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা একধাক্কায় কমে গেছে অনেকটাই। স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় ৯ হাজার ৫১৪ জন। বর্তমানে এই স্কুলে শিক্ষক সংখ্যা দাড়িয়েছে ৪১ জন। শিক্ষাকর্মী আগে ৫ জন থাকলেও একজন বাতিল হওয়ায় এখন চার জন। সোমবার থেকে স্কুলে শুরু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা। এক সঙ্গে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ায় চরম সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ।

Murshidabad School News ছাবঘাটী কে ডি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দাস বলেন, “হঠাৎ করে যে বজ্রপাত সেই বজ্রপাতে আমরা শোকাহত। দীর্ঘ সাত বছর যাদের সাথে আমরা স্টাফরুম শেয়ার করলাম আজ থেকে তারা কেউ বিদ্যালয়ে নেই। আমরা চিন্তায় আছি। এদের অনুপস্থিতিতে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, সামনে পরীক্ষা, কীভাবে চালাব চিন্তার মধ্যে আছি। ”

Murshidabad School News সুপ্রিম কোর্টের রায়ের পর, কোনও স্কুলে চাকরি গেছে পঞ্চাশ শতাংশের বেশি শিক্ষকের। কোনও স্কুলে চাকরি গেছে এক তৃতীয়াংশের বেশি শিক্ষকের। বাদ যাননি শিক্ষাকর্মীরাও। এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, স্কুলে পড়াবেন কারা?