Murshidabad সরিয়ে দেওয়া হল সুতি, সামসেরগঞ্জ থানার আইসিকে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad মুর্শিদাবাদে অশান্তির জের! সরিয়ে দেওয়া হল সামসেরগঞ্জ সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের। সামসেরগঞ্জ থানার দায়িত্ব দেওয়া হল সুব্রত ঘোষকে। শিব প্রসাদ ঘোষের জায়গায় এলেন তিনি।  তিনি পূর্ব মেদিনীপুরের ভুপতি নগরের সারকেল ইনস্পেকটর ছিলেন। সুতি থানার দায়িত্বে ছিলেন বিজন রায়। তাঁর জায়গায় আনা হল সুপ্রিয় রঞ্জন মাঝিকে। তিনি পূর্ব বর্ধমানের সদর ট্রাফিকের ইনস্পেক্টর ছিলেন।

Murshidabad ওয়াকফ আইনের বিরোধিতায় গত ৮ ই এপ্রিল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার একাধিক জায়গায়। অশান্ত এলাকায় শান্তি ফেরাতে কড়া পুলিশের নজরদারি। রাজ্য পুলিশ, বি এস এফ এর সাথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সব নিয়েই দিন কয়েক ধরেই খবরের শিরনামে মুর্শিদাবাদ। এবার অশান্ত এলাকার দুই থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সরিয়ে দেওয়া হল।