Murshidabad শীতের রাতে ঘটে গেল একের পর এক দুর্ঘটনা। কোথাও বাইক কোথাও টোটো- পৃথক দুই দুর্ঘটনায় মুর্শিদাবাদে পথের বলি দুই, গুরুতর আহত তিনজন।
Murshidabad প্রথম ঘটনাস্থল নওদার পাটিকাবাড়ি-
Murshidabad এই এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত আরও তিন যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ নওদার পাটিকাবাড়ি হাইস্কুলের সামনে দিয়ে রুদ্ধশ্বাসে ছোটা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতেই দুটি বাইকে থাকা চারজন যুবক ছিটকে রাস্তায় পড়ে। গুরুতর আহত হয় প্রত্যেকেই। স্থানীয়দের সহযোগিতায় নওদা থানার পুলিশ আহতদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই জাহাঙ্গীর শেখ নামে এক যুবককে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকেরা। বাকি তিনজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত যুবক নওদা থানার অন্তর্গত গোঘাটা এলাকার বাসিন্দা বলে জানা যায়। আহতরা নওদার পাটিকাবাড়ির সমাজতলা পাড়া এলাকার বাসিন্দা।
Murshidabad নওদা থানার এক পুলিশ কর্মী জানান, পেট্রলিং এর সময় দুর্ঘটনার খবর জানাজানি হয়। দুটি বাইকের গতি বেশী ছিল। বাইকের রেষারেষি নাকি অন্য কোন কারণ, জানার চেষ্টা চলছে।
Murshidabad নওদার পাশাপাশি বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর পরিণতি ঘটে এক টোটো চালকের।
Murshidabad কী হয় টোটো চালকের সাথে?
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বেলডাঙার ঝুনকা এলাকায় জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় টোটো চালকের।
Murshidabad কোথায় এবং কীভাবে হয় দুর্ঘটনা?
Murshidabad স্থানীয় সূত্রে জানা যায়, বেলডাঙা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন টোটো নিয়ে। জাতীয় সড়কে ঝুনকা এলাকায় সামনের দিক থেকে আসা লরির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় টোটো চালককে উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত টোটো চালকের নাম বাপি সাহা, বহরমপুরের বাসিন্দা।
Murshidabad ভয়ঙ্কর দুই দুর্ঘটনাকে কেন্দ্র করে উৎকণ্ঠায় স্থানীয়রা। রাতের রাস্তা কতটা নিরাপদ? একদিকে রেষারেষি অন্যদিকে চালকের গাফিলতি! এই কারনেই কি প্রাণ গেল দুজনের? উঠছে সেই প্রশ্ন। একই সাথে দুর্ঘটনা রুখতে জাতীয় সড়ক থেকে রাজ্য সড়কে পুলিশের আরও কড়া নজরদারির দাবিও উঠছে।