Murshidabad Open Chess Challenge ভবিষ্যৎ গ্র্যান্ডমাস্টারের খোঁজে দাবার আসর বসছে বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Open Chess Challenge  দাবা বা Chess। দুই খেলোয়াড়ের একটি কৌশলগত বোর্ড খেলা যার চূড়ান্ত লক্ষ্য প্রতিপক্ষের রাজাকে বন্দী করা। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে ভারত এবং পারস্য, তারপর আরব বিশ্ব এবং অবশেষে ইউরোপে ছড়িয়ে পড়ে দাবা খেলা। খেলার উদ্দেশ্য হল প্রতিপক্ষের রাজাকে আটকানো, যার অর্থ – রাজা আক্রমণের মুখে পড়ে এবং বন্দীদশা থেকে বাঁচতে পারে না।

Murshidabad Open Chess Challenge নবাবী জেলায় এবার মগজাস্ত্রের লড়াই। মুর্শিদাবাদ ডিসট্রিক্ট চেস প্লেয়ারস পেরেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রথম বসতে চলেছে দাবার আসার। মুর্শিদাবাদ ওপেন চেস চ্যালেঞ্জ Murshidabad Open Chess Challenge অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৬ ই এপ্রিল, রবিবার। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে এবং মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই আসর বসবে বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুলে।

Murshidabad Open Chess Challenge  ওপেন চেস চ্যালেঞ্জ হবে ৭ টি রাউন্ডে। প্রতিটি খেলায় সময়সীমা ১৫ মিনিট করে। রেজিস্ট্রেশন ফিস- ৭০০ টাকা। রেজিস্ট্রেশন হচ্ছে অনলাইনে। আগ্রহীরা শীঘ্রই অনলাইনে আবেদন জানাতে পারেন।  সংস্থার কোষাধ্যক্ষ সায়ন্তন চট্টোপাধ্যায় জানান,  আগামী ৬ ই এপ্রিল হতে চলেছে চেস টুর্নামেন্ট। যারা দাবা খেলে তাদের অভিভাবকরা মিলে এই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টের দিকে এগোচ্ছে সংস্থা। মোট ৭৫ টি প্রাইজ রয়েছে। বয়সের কোন সীমা নেই। ক্যাশ প্রাইজ ২৫ হাজার টাকা। আন্ডার এইট, আন্ডার টেন, আন্ডার টুয়েলভ, আন্ডার ফিফটিন – প্রতিটি গ্রুপে ছেলে এবং মেয়ে দুটি বিভাগে ১৫ টি করে প্রাইজ আছে।

Murshidabad Open Chess Challenge দাবা খেলার উপকারিতা-
Murshidabad Open Chess Challenge দাবা খেলার বেশ কিছু সুবিধা রয়েছে: ১. স্মৃতিশক্তি, একাগ্রতা এবং সমস্যা সমাধানের মতো জ্ঞানীয় দক্ষতা উন্নত করে। ২. কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনা উন্নত করে। ৩. আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধি করে। ৪. সামাজিক সংযোগ এবং ক্রীড়ানুষ্ঠান বৃদ্ধি করে। এই ভাবনা থেকেই নতুন প্রজন্মকেও উৎসাহ জোগাতে ওপেন চেস চ্যালেঞ্জের আয়োজন।  জেলা ও ভীন জেলা থেকে প্রতিযোগীদের ভিড়ে সারা ফেলবে বলেই আশাবাদী আয়োজকরা।