Murshidabad News বৃহস্পতিবার ভরদুপুরে মুর্শিদাবাদের পৃথক দুই জায়গায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। হরিহরপাড়া থেকে সাগরপাড়া একের পর এক জায়গায় বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের, আহত আরও দুজন। এদিন ভরদুপুরে দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার অন্তর্গত দস্তুরপাড়ায়। মৃত কৃষকের নাম শ্যামল মাল , বয়স ৭২ বছর। আহত দুই কৃষকের নাম সুখেন মাল ও উম্মত সেখ। আহত দুজনের চিকিৎসা চলছে।
Murshidabad News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন তিনজনেই জমিতে চাষবাসের কাজ করছিলেন। হঠাৎ আকাশে ঘন কালো মেঘের সঞ্চার হয়। শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। সেই সময়ই আশ্রয় নিতে তারা মাঠের একটি কুঁড়ে ঘরের ভেতরে যান। সেখানেই বাজ পড়ে মারা যান শ্যামল মাল। আগুন ধরে যায় কুঁড়ে ঘরে। আহত হন অন্য দুই কৃষক। আকস্মিক এই দুর্ঘটনা মেনে নিতে পারছেনা মৃত কৃষকের পরিবার। মর্মান্তিক এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Murshidabad News অন্যদিকে সাগরপাড়া থানার অন্তর্গত সিং পাড়ায় বজ্রাঘাতে প্রাণ হারালেন বছর ৬২ র কুমারেশ ঘোষ। চকচৈতন ঘোষ পাড়ার বাসিন্দা তিনি। প্রতিদিনের মতো এদিনও জমিতে চাষের কাজ করছিলেন। আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তখনই মাঠের মধ্যে বাজ পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যান্য কৃষকরা কোনরকমে উদ্ধার করে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া কৃষক পরিবারে।