Murshidabad News মুর্শিদাবাদে অশান্তির কারণ অনুসন্ধানে ময়দানে জাতীয় মহিলা কমিশন

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News শুক্রবার মালদায় আশ্রয় শিবিরে যাওয়ার আগে বহরমপুরে জাতীয় মহিলা কমিশনের ৬ জনের প্রতিনিধি দল। এদিন দুপুরে সড়ক পথে বহরমপুরে এলেন কমিশনের প্রতিনিধিরা। সার্কিট হাউসে বেশ কিছুক্ষন তারা থাকেন। বিশ্রাম নেওয়ার পর মালদার উদ্দ্যেশ্যে রওনা দেন। অশান্তির সময়ে মহিলাদের নিরাপত্তায় পুলিশের ভূমিকা ঠিক কী ছিল, এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করবেন প্রতিনিধিদলের সদস্যরা। এর মাঝেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রোহতকার বলেন, ‘আমরা মালদা যাচ্ছি। ক্যাম্পে যাব, মহিলাদের সাথে, সবার সাথে কথা বলা হবে। জানার চেষ্টা করব কী পরিস্থিতির মধ্যে তারা ছিলেন, তাদের অভিজ্ঞতা। তদন্ত কমিটি তৈরি হয়েছে, পুরো টিম রয়েছে।’

Murshidabad News জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার বলেন, ‘যারা ঘরছাড়া, যারা মালদার বৈষ্ণবনগরে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন সেইসব নিপীড়িতদের সাথে কথা বলা হবে। খোঁজ খবর নেওয়া হবে তারা সুরক্ষিতভাবে বাসস্থানে ফিরে যেতে পারবেন কিনা! পুলিশের তরফে একটা চরম চাপ রয়েছে। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। শনিবার সামসেরগঞ্জে যাওয়া হবে। রাজ্যপালের সাথে আজকে এবং রবিবার দুবার বৈঠক হবে। কী ঘটনা, কী অবস্থা, কীভাবে নিরাপত্তা, শান্তি ফেরানো যায়! সব ব্যবস্থা করে তবেই ফেরত যাব আমরা। ‘ তিনি আরও বলেন, ‘ পুলিশের ইন্টেলিজেন্স কাজ করলে বাংলার বুকে এরকম অমাবনিক ঘটনা ঘটত না। মানুষের মধ্যে ভেদাভেদ করে এরকম ঘটছে, এগুলোর কারণ অনুসন্ধান করে শান্তি ফিরিয়ে আনাই মূল উদ্দ্যেশ্য।’

Murshidabad News সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তির জেরে সাময়িক ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও গত ৪৮ ঘণ্টায় মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায়  বদলাচ্ছে পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন। ঠিক এই আবহে শুক্রবার মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জঙ্গিপুর মহকুমার উপদ্রুত এলাকাগুলোর সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন তিনি, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি, বেতবোনা, জাফরাবাদ-সহ বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।

Murshidabad News  অশান্তি কবলিত এলাকায় জনজীবন স্বাভাবিক করার পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলিকে ঘরে ফেরাতে বিশেষও উদ্যোগী হচ্ছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকানের তালিকা প্রস্তুত করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হচ্ছে সমীক্ষা রিপোর্ট তৈরির কাজ। এই আবহে রাজ্যপালের কর্মসূচির নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন। প্রস্তুতি থাকলেও রাজ্যপাল যে শুক্রবারই জঙ্গিপুরে আসছেন, এ বিষয়ে রাজভবনের পক্ষ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু জানানো হয়নি বলে মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে ধুলিয়ানের হিংসা কবলিত এলাকায় শুক্রবার সকালে মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী।