Murshidabad News মর্মান্তিক পরিণতি আইনজীবীর, বাড়ির সামনেই ঘটল বিপদ।

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News প্রতিদিনের মতো বহরমপুরে জেলা জজ আদালত থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনেই বাস থেকে নেমেওছিলেন। তারপরেই মুহূর্তের মধ্যে সব শেষ! মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল মুর্শিদাবাদের আইনজীবীর । বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার  অন্তর্গত  দেবীপুর এলাকায় ঘটনাটি ঘটে। মৃত আইনজীবীর নাম আসাদুল্লাহ আল গালিব। জানা গিয়েছে ,আসাদুল্লাহ আল গালিব বহরমপুর ও ডোমকলে আইনজীবী হিসেবে কাজ করতেন।

Murshidabad News  কীভাবে ঘটল দুর্ঘটনা?

Murshidabad News  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ির সামনে বাস থেকে নেমেছিলেন আসাদুল্লাহ। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে।  বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর চোট লাগে।  স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করেন।  রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও শেষ রক্ষা হল না। শুক্রবার সকালে বহরমপুরেই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আইনজীবীর। মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা।

Murshidabad News  শোকে পাথর পরিবার

Murshidabad News মৃতের ভাই সাভা করিম বলেন, বহরমপুর কোর্ট থেকে বাড়ি ফিরছিল দাদা। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনে বাস থেকে নামার সময় বাইক তাঁকে ধাক্কা মারে। মাথায় আঘাত লাগে। বহরমপুরের বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে মারা যায়। এই ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। গোটা পরিবার শোকস্তব্ধ। তরতাজা মানুষটি এভাবে চলে যাবে কল্পনাও করা যাচ্ছে না।

Murshidabad News আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ভারাক্রান্ত তাঁর আত্মীয়সজন, সহকর্মীরা। বেপরোয়া বাইকের গতির মাশুল দিতে হল তরতাজা যুবককে। কোথায় সচেতনতা? উঠছে প্রশ্ন।