Murshidabad News ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, সামসেরগঞ্জ। রাজ্য সরকার, বিএসএফ, পুলিশ যৌথভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । এই অবস্থায় বৃহস্পতিবার মুর্শিদাবাদে যাওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বৃহস্পতিবার সন্ধেতেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে ৷ ‘শান্তি প্রতিষ্ঠা হলে ভালই, আমি সেভাবেই রিপোর্ট দেব। আক্রান্তরা বিএসএফের স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করেছেন। এলাকায় গিয়ে এটা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া দরকার’, মুখ্যমন্ত্রীর ‘অনুরোধ’ অগ্রাহ্য করে পাল্টা বললেন রাজ্যপাল।
Murshidabad News উল্লেখ্য, এদিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘ঘরছাড়া’দের একটি প্রতিনিধি দল নিয়ে রাজভবনে যান । এরপরেই রাজ্যপাল জানান, তিনি মুর্শিদাবাদে যেতে চান পরিস্থিতি খতিয়ে দেখতে। সেই ঘোষণার পরই নবান্ন থেকে প্রতিক্রিয়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে বহিরাগতদের উপস্থিতি পরিস্থিতি জটিল করে তুলতে পারে । তাঁর কথায়, “স্থানীয় মানুষজন বাদে এখন কারও ওইসব এলাকায় না যাওয়াই ভালো৷” এরপরেই প্রতিক্রিয়া জানিয়ে মুর্শিদাবাদ যাওয়া কথা বলেন রাজ্যপাল।