Murshidabad News এখনও কাটেনি আতঙ্ক। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। হাতেগোনা দোকানপাট খুলছে। এখনও রাস্তাঘাটে লোক কম। চারিদিকে পুলিশি টহল। রুট মার্চ। রাজ্য পুলিশ, বিএসএফ এর সাথে রাস্তায় নেমেছে আধা সেনা। সোমবার সকাল থেকেই কয়েকটি দোকানের সাথে খোলে হোটেল। একদিকে পুলিশের টহল অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও টহলদারি চালাচ্ছে রাস্তায় রাস্তায়। গোটা এলাকা জুড়েই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। উচ্চ পদস্থ পুলিশ কর্তারা পথে নেমে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন।
Murshidabad News এখন কী পরিস্থিতি সামসেরগঞ্জের?
Murshidabad News ADG দক্ষিনবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, ‘এখনও পর্যন্ত হিংসা ও অশান্তি ছড়ানোর ঘটনায় ২০০র বেশী গ্রেপ্তার হয়েছে। অনেকগুলি কেস হয়েছে। এখনও তল্লাশি চলছে, রেড চলছে। কোন ধরনের অশান্তি, বিশৃঙ্খলা প্রশ্রয় দেব না। প্রত্যেকটি জায়গায় সিনিয়র অফিসাররা আছেন। রাজ্য পুলিশের টহলদারি চলছে। বিএসএফ এবং সিআরপিএফ এর সাথে যৌথ টহলদারি চলছে, রুট মার্চ চলছে। নাইট পেট্রলিং চলছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, নতুন করে কোন অশান্তির খবর নেই। দোকানপাট খুলছে। খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে এটা আশা রাখছি।’
Murshidabad News কী জানালেন পুলিশ সুপার?
Murshidabad News জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, এখনও পর্যন্ত ৫টি মামলা হয়েছে। চারটে সুয়োমোটো কেস হয়েছে এবং একটি পাবলিকের পক্ষ থেকে করা হয়েছে। বাবা ও ছেলে খুনে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবে চিহ্ন। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়েই স্বাভাবিক হতে চাইছেন স্থানীয় বাসিন্দারা। কড়া পুলিশি প্রহরার মধ্যেই আর কোন অশান্তি দেখতে চান না সামসেরগঞ্জবাসী। ৮ ই এপ্রিল থেকে জঙ্গিপুরে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। অশান্তির আঁচ সামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে। সব নিয়েই কার্যত অশান্ত এলাকায় শান্তি ফেরাতে তৎপর প্রশাসন।