Murshidabad News জঙ্গি সন্দেহে ধৃত নদীয়ার যুবকের জেল

Published By: Imagine Desk | Published On:

Murshidabad News জেল হেফাজতে পাঠান হল জঙ্গি সন্দেহে ধৃত বেঙ্গল এসটিএফ SPECIAL TASK FORCE, WEST BENGAL হেফাজতে থাকা বিপ্লব বিশ্বাস ওফরে আব্দুলাকে। গত বুধবার রাতে নদীয়ার Nadia District থানারপাড়া এলাকা থেকে এসটিএফ ওই যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার কোর্টে তুলে তিনদিনের হেফাজতে নিয়েছিল বেঙ্গল এসটিএফ। রবিবার ফের তাকে বহরমপুর সিজিএম কোর্টে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

STF এর অনুমান,  ধৃত বিপ্লব বিশ্বাসের সঙ্গে আনসারুল্লা বাংলার যোগ রয়েছে  । ধৃত ABT জঙ্গি শাদ রাডির আত্মীয়-সহ ২ জনকে জেরা করে বিপ্লবের হদিশ পাওয়া যায় । ধৃতের সঙ্গে ABT-র প্রত্যক্ষ যোগ রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।  সূত্রের খবর, অসম পুলিশের ‘অপারেশন প্রঘাত’-এ  গ্রেফতার করা হয়  বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লা বাংলা টিমের  জঙ্গিদের । সেই সূত্রেই  একের পর  এক বিস্ফোরক তথ্য় হাতে এসে পৌঁছেছিল বেঙ্গল STF-এর হাতে ।  ‘আনসারুল্লা বাংলা টিমে’র কার্যকলাপ নিয়ে শুরু হয় তদন্ত।

সরকারি আইনজীবী বাকবুল ইসলাম জানান, আজ জামিনের আবেদন খারিজ হয়েছে। ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ধৃতের আইনজীবীর দাবি, নিয়ম না মেনে গ্রেফতার করা হয়েছে ধৃতকে।