Murshidabad কৃষক আন্দোলন থেকে লোকশিল্প বাঁচাতে পথে নেমেছেন শিল্পীদের কাঁধে কাঁধ মিলিয়ে। তিনি মোজাফফর হোসেন। চলতি বছরের শুরুতেই মাত্র ৭৩ এই থেমে যায় পথ চলা। সাধারণ মানুষের নেতা আজ নেই। রয়েছে একরাশ স্মৃতি। তাঁর স্মৃতিচারণায় স্মরণ সভা মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডায় পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের মুর্শিদাবাদ জেলা কমিটির।
Murshidabad পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের প্রতিষ্ঠাতা সদস্য সংগঠক প্রাক্তন রাজ্য সম্পাদক ও লোক শিল্পী ছিলেন মোজাফফর হোসেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি গণ আন্দোলনে যুক্ত হন। ১৯৭৪ সালে তিনি সিপিআই(এম) এর পার্টি সদস্যপদ অর্জন করেছিলেন। তাঁর স্মৃতিচারনায় আবেগঘন মুহূর্তের সাক্ষী নবগ্রামের মাটি। স্মৃতি চারণায় রাজ্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রাক্তন সাংসদ মালিনী ভট্টাচার্য। বলেন, ‘ লোক শিল্পীদের মধ্যেই সেই ক্ষমতা আছে যেটা জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষের যে প্রাণের আকুতি তুলে ধরতে পারে। মানুষের সঙ্গে মানুষের সেতু বন্ধন করতে পারে। সেই কাজেরই সেনাপতি ছিলেন মোজাফফর। তাই তাঁকে আজকে আমরা স্মরণ করলাম।’
Murshidabad গ্রামবাংলার লোক শিল্পীদের অস্তিত্ব বাঁচাতে দীর্ঘ আন্দোলনে যুক্ত ছিলেন মোজাফফর হোসেন। ৮০ র দশকের গোঁড়া থেকেই মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায় গ্রামে গ্রামে লোক শিল্পীদের হয়ে কাজ করেছেন। পরিচয় পত্র থেকে ভাতা- বারবার একাধিক দাবী নিয়ে পথেও নামেন। সেই নেতাকে হারিয়ে ভারাক্রান্ত আদিবাসী লোকশিল্পী সঙ্ঘ।