Murshidabad সম্প্রতি মুম্বইয়ে Mumbai ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। মুম্বইয়ের নাগপাড়া এলাকায় একটি গগনচুম্বী বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের। মৃত ওই পরিযায়ী শ্রমিকদের নাম হাসিবুল শেখ, রাজা শেখ, জিয়াউল শেখ এবং ইমানদার শেখ।
Murshidabad এই ঘটনায় শোকে পাথর মুর্শিদাবাদ। মুম্বই থেকে ফিরেছে নিহত শ্রমিকদের দেহ। মৃত দুই শ্রমিক হাসিবুল সেখ এবং জিয়াউল সেখের বাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে। নিথর দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়লেন আত্মীয় সজনেরা। চোখের জলে বিদায় জানালেন গ্রামের মানুষ।
Murshidabad জানা গিয়েছে হাসিবুল এবং জিয়াউল কাঠের কাজ করতেন। তাঁরা প্রথমে কাজে নামেন। তারপর প্লাস্টারের শ্রমিক ইমানদার এবং রাজা ওই ট্যাঙ্কে নামেন। চারজন ট্যাঙ্কে আটকে পড়লে আরেক শ্রমিক দড়ি বেয়ে নীচে নামেন। কিন্তু তিনি বেঁচে গিয়েছেন।
Murshidabad নবগ্রামের পাশাপাশি শোকের ছায়া বড়ঞা থানার হড়িবাটি গ্ৰামে। এই গ্রামের বাসিন্দা নিহত পরিযায়ী শ্রমিক ইমানদার সেখের কফিনবন্দি দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনেরা। পরিবারের দাবি, তিন বছর ধরে বন্ধ ছিল জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্ক পরিষ্কার করতেই নেমে ঘটে যায় বিপত্তি। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম সজন হারানোর শোকে কাতর।