Murshidabad Medical College মুর্শিদাবাদ মেডিক্যালের নিরাপত্তায় আশার বানী ‘গ্রিভান্স রিড্রেসাল কমিটির’

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Medical College বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে পড়ুয়াদের নিয়ে বৈঠক করলেন গ্রিভান্স রিড্রেসাল কমিটির Grievance Redressal Committee সদস্যরা। পড়ুয়াদের মুখ থেকেই শোনা হল তাঁদের অভাব, অভিযোগের কথা। বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অমিত দান, এমএসভিপি অনাদি রায় চৌধুরী, বিভাগীয় প্রধানেরা। পড়ুয়া থেকে ফ্যাকাল্টির সদস্য, রেসিডেন্ট চিকিৎসকদের সাথে বৈঠক শেষে সরকারের প্রচেষ্টার সাফল্যকেই তুলে ধরলেন গ্রিভান্স রিড্রেসাল কমিটির সদস্য চিকিৎসক সৌরভ দত্ত। তিনি জানান, অভিযোগ নয় পরামর্শ মিলেছে। যা যা সমস্যা দূর করার চেষ্টা চলছে।

Murshidabad Medical College এরপরেই তিনি বলেন, ‘ একটা জায়গায় প্রত্যেকে একমত যে সরকারের সৎ প্রচেষ্টা রয়েছে। যে কোন সিস্টেমে কিছু অসুবিধা থাকে। সরকারও আন্তরিক, স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে।’ হোস্টেলের থাকার অসুবিধার প্রসঙ্গ উঠে আসে বৈঠকে। অনেকেই নানান বিষয় তুলে ধরেন। যে বিষয়ে তিনি বলেন, ‘ হোস্টেলে থাকার কিছু অসুবিধা আছে, তার জন্য গ্রিভান্স রিড্রেসাল সেল দরকার নেই। প্রিন্সিপ্যাল অত্যন্ত দক্ষ। উনিই বিষয়টি সমাধান করে দেবেন।’

Murshidabad Medical College আরজিকর কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মেডিক্যাল কলেজে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ আজকের আলোচনায় কোথাও নিরাপত্তার অভাব হচ্ছে বলে কিছু শোনা যায়নি। নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে। কোন হাসপাতালের নিরাপত্তা তো আর রাষ্ট্রপতি ভবনের মতো হবে না! সেটা আমাদেরও বুঝতে হবে। কিন্তু নিরাপত্তার আপগ্রেডেশান হচ্ছে, সব জায়গা থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অনেক উন্নতি হয়েছে।’