Murshidabad Marathon মুর্শিদাবাদ মিনি ম্যারাথন ঘিরে রবিবার সকাল থেকেই শহরে ছিল বিপুল উদ্দীপনা। তেরাপন্থ যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে পুরুষদের জন্য ১০ কিলোমিটার, মহিলাদের জন্য ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ২ কিলোমিটার বিভাগ রাখা হয়। প্রায় ৪০০ প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিযোগীদের অংশগ্রহণ ও আয়োজন
পুরুষদের ১০ কিলোমিটার ম্যারাথনটি শুরু হয় মানকরা থেকে এবং শেষ হয় বহরমপুর ব্যারাক স্কোয়ারে । এতে প্রায় ১৫০ জনের বেশি প্রতিযোগী অংশ নেন। অন্যদিকে, কৃষ্ণমাটি থেকে ব্যারাক স্কয়ার পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেন ৫০-এর বেশি প্রতিযোগী। শিশুদের জন্য ২ কিলোমিটার ম্যারাথনও বিশেষ আকর্ষণ ছিল।
এই আয়োজন সম্পর্কে তেরাপন্থ যুবক পরিষদের জেলা সভাপতি দীপ উগালিয়া বলেন,
“আমরা চাই যুবসমাজ শারীরিক সুস্থতার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতিতেও অংশগ্রহণ করুক। তাই এই ম্যারাথনের আয়োজন করেছি, যেখানে সারা দেশ থেকে প্রতিযোগীরা এসেছেন।”
Murshidabad Marathon বিশেষ অতিথি ও বিএসএফ জওয়ানদের অংশগ্রহণ
এই ম্যারাথনে যুবক-যুবতীদের পাশাপাশি বিএসএফের জওয়ানরাও অংশ নেন, যা অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। বিএসএফের ৭৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট রাজীব আলী বলেন,
“খেলাধুলা শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটা একতা ও শৃঙ্খলার প্রতীক। আমাদের জওয়ানরাও এই ম্যারাথনে অংশ নিতে পেরে আনন্দিত।”
এছাড়া, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তও Satyarup Siddhanta ম্যারাথনে উপস্থিত ছিলেন এবং বলেন, “ম্যারাথন দৌড় শুধু শারীরিক কসরত নয়, এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা। যুব সমাজের এমন অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।”
Murshidabad Marathon পুরস্কার বিতরণ ও সমাপ্তি
ম্যারাথন শেষে ব্যারাক স্কয়ার সংলগ্ন এলাকায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। গোল্ডেন রিট্রিটের Golden Retreats Pvt. Ltd এইচ আর ম্যানেজার নবনিতা মুখার্জী বলেন,
“এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে স্বাস্থ্য ও খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। আমরা চাই ভবিষ্যতেও এমন আয়োজন হোক।”
এই ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং সারা দেশের মানুষকে এক সুতোয় বাঁধার এক অনন্য প্রয়াস ছিল। স্থানীয় মানুষও উৎসাহের সাথে প্রতিযোগীদের অভিনন্দন জানান, যা বহরমপুরের ক্রীড়াপ্রেমী পরিবেশের সাক্ষ্য বহন করে।