Murshidabad Madhyamik Result চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মেধাতালিকায় অন্যান্য জেলার জয়জয়কার। প্রথম দশের মেধাতালিকায় নাম রয়েছে ৬৬ জনের। কিন্তু আশ্চর্যজনকভাবে এবছরও মেধাতালিকায় উধাও মুর্শিদাবাদ জেলার নাম! মুর্শিদাবাদ জেলায় পাশের হার এবছর ৭৯.০২%। ২০২৩, ২০২৪ সালের পর ২০২৫ – পরপর তিন বছর মাধ্যমিকের মেধা তালিকায় মুর্শিদাবাদ শূন্য কেন? এই ব্যর্থতার দায় কার? সরকারি স্কুলের পরিকাঠামোর অভাব, লাগামছাড়া ছুটি নাকি বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব? প্রশ্ন উঠছে।
Murshidabad Madhyamik Result কী বলছেন শিক্ষকরা?
Murshidabad Madhyamik Result হরিহরপাড়া ব্লকের জিতারপুর হাইস্কুলের এক শিক্ষক প্রবির কুমার দাস জানান, দিনে দিনে পড়াশোনার দিক থেকে পিছিয়ে যাচ্ছি। এর পেছনে আমরা, সঙ্গে সরকারও দায়ী। অনেকের মধ্যেই ধারনা জন্মেছে পড়াশোনা করে কী পাব! সরকারি স্কুলের চেয়ে বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক বাড়ছে, এটাও ব্যর্থতার অন্যতম কারণ। তালগ্রাম হামিদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক হিলালউদ্দিন আহম্মেদ জানান, এবছর হয়নি আগামী বছর হয়তো সেরা দশে আসবে। শিক্ষার মান খারাপ হয়ে যাচ্ছে তা নয়! রেজাল্ট পড়ুয়াদের কোয়ালিটির উপর নির্ভর করে, তাতে স্কুলের উপর কোন প্রভাব পড়ে না।
Murshidabad Madhyamik Result এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ৪৪৮। যার মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৪১,৬৯৫। ছাত্রী সংখ্যা ছিল ৫২,৭৫৩। এমনিতেই ছাত্র সংখ্যা কমছে। বাড়ছে স্কুল ছুটের সমস্যা। পড়াশোনার মান কি কমছে? পিছিয়ে পড়ার কারণ কী?
Murshidabad Madhyamik Result হরিহরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শ্বাসমল বলেন, ” রেজাল্ট নির্ভর করছে ছাত্র ছাত্রীদের উপরেই। তারা নিজেরা কতটা পরিশ্রম করে তৈরি হতে পারছে। জীবনের প্রথম বড় পরীক্ষার চ্যালেঞ্জ উতরে যারা সফল হচ্ছে , তারা সফলতা পাচ্ছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে নিজেদের হয়তো ত্রুটি, বিচ্যুতি, ঘাটতি থাকছেই। আশাবাদী আগামী দিনে এই খরা কাটিয়ে উঠতে পারব”।
Murshidabad Madhyamik Result এই রেজাল্টে আশাহত হচ্ছেন না অনেকেই। বহরমপুরের হিকমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় জানান, কয়েক বছর আগেও মুর্শিদাবাদ র্যাংকে ছিল। এটা স্টুডেন্টদের পারফরম্যান্সের উপরেই নির্ভর করে। ওভার অল রেজাল্ট ভালো মুর্শিদাবাদে।
Murshidabad Madhyamik Result শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় শিক্ষক মহল। পড়ুয়াদের উৎসাহ জোগাতে কী পদক্ষেপ নেবে স্কুলগুলি? এখন সেটাই দেখার।