Murshidabad Khadi Mela inauguration বড়দিনের আগেই বহরমপুরে শুরু হল মুর্শিদাবাদ খাদি মেলা। রবিবার মেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। হাজির ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান ( জেলা শাসক) কল্লল খাঁ, মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায়, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ প্রশাসনিক আধিকারিক থেকে জন প্রতিনিধিরা। ব্যারাক স্কোয়ার ময়দানে খাদি মেলার বিশাল আয়োজনের প্রশংসায় অতিথিরা। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ” ১৬ দিনের মেলায় ১৭৫ টি স্টল আছে, নানা জেলা থেকে খাদি দ্রব্য আনা হয়েছে। খাদি ছাড়াও অন্যান্য দ্রবের সম্ভার রাখা হয়েছে। মানুষ যাতে মেলায় এসে স্বাদ বদলাতে পারেন। মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেলে খাবারের স্টল, বাচ্চাদের জন্য খেলার আয়োজনও করা হয়েছে। আমরা চাই, বহরমপুরের আশেপাশের মানুষও মেলায় আসুন, অন্যান্যবারের থেকেও যাতে এবছর বেশী বিক্রি হয় সেটা আমরা কামনা করব।”
Murshidabad Khadi Mela inauguration উত্তরবঙ্গের বাঁশ, বেতের শিল্প থেকে বিভিন্ন খাদি প্রতিষ্ঠান, জেলা শিল্প কেন্দ্র থেকে মৎস্য দপ্তর, উদ্যান পালন থেকে হস্ত তাঁত শিল্পের সম্ভার নিয়ে সেজে উঠেছে খাদি মেলা প্রাঙ্গণ। ২২ শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই খাদি মেলা ৬ ই জানুয়ারি পর্যন্ত চলবে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মেলায় অংশ নিয়েছেন ক্ষুদ্র কুটীর শিল্পী, ব্যবসায়ীরা।
Murshidabad Khadi Mela inauguration মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, “ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর এবং মাননীয় মন্ত্রীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাব, খাদি বোর্ডের দাক্ষিণ্যে আমরা অনেক কিছু করতে পেরেছি। ব্যারাক স্কোয়ারের চারিদিকে যে ব্যারাক গুলি ছিল যা এক সময়ে ব্রিটিশ সেনা থাকার জন্য ব্যবহৃত হত , এখন সেগুলি ধ্বংসপ্রায় হয়ে গেছে। সেগুলিকে মেরামত করে অনেকটা দিল্লির ‘কনট প্লেসের’ আঙ্গিকে আমরা খাদি এম্পোরিয়াম, ভিলেজ ইন্ডাস্ট্রিস এম্পোরিয়াম, খাদি প্রোডাকশন কেন্দ্র এবং এমএসএমই সংক্রান্ত অন্যান্য যত ধরনের বিক্রি বা কেনাকাটার সুযোগ করে দেওয়া যায় সেটা সোলার কাজ হোক বা শাঁখার কাজ- সব কিছুই ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে দপ্তরের আর্থিক সহযোগিতায়।”
Murshidabad Khadi Mela inauguration পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবর্ষি রায় West Bengal Khadi & Village Industries Board, Murshidabad District Officer Sri Deborshi Roy জানান, “খাদি ব্যবসায়ী থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্টল রয়েছে মেলায়। মেলার শৃঙ্খলা ও শান্তি রক্ষার ক্ষেত্রে পুলিশের আলাদা স্টল থাকছে। বহু মানুষ এখানে আসেন, বিভিন্ন জায়গার মানুষজনের অংশগ্রহনে আলাদা আকর্ষণ তৈরি করে খাদি মেলার।”এবছর মুর্শিদাবাদ খাদি মেলায় প্রায় ১৭৫ টি স্টল রয়েছে। গত বছর যে সংখ্যাটা ছিল ১৬০।