Murshidabad মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Published By: Imagine Desk | Published On:

Murshidabad পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদে। শনিবার সন্ধ্যেয় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের স্পেশ্যাল বেঞ্চ। ‘এধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। চাইলে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী’, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মন্তব্য হাইকোর্টের।

Murshidabad ওয়াকফ আইনের বিরোধীতায় বিক্ষোভে উত্তপ্ত মুর্শিদাবাদ। কোথাও অশান্তি কোথাও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ১১ই এপ্রিল সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ হওয়া এক কিশোরের প্রাণ গেল শনিবার। গুলিবিদ্ধ কিশোরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Murshidabad শনিবার সকালেই সামেরগঞ্জে ঘটে যায় নৃশংস ঘটনা। বাড়িতে ঢুকে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের চাঞ্চ্যলকর অভিযোগ। বাড়িতে তাণ্ডব চালানো হয় বলেও অভিযোগ। এই ঘটনা ঘটে সামশেরগঞ্জ থানার অন্তর্গত জাফরাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হরগোবিন্দ দাস ও চন্দন দাস। বছর ৭২ এর হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের রক্তাক্ত দেহ পড়ে থাকে বাড়িতে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আগামীকাল হবে ময়নাতদন্ত।

Murshidabad ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত ৮ ই এপ্রিল থেকে একাধিক জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সুতি থেকে সামসেরগঞ্জে। দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে শুক্রবারও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিএসএফ। এলাকায় এলাকায় টহলদারি পুলিশের। এবার পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট।