Murshidabad প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদের কোন না কোন জায়গা থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। পুলিশের জালে কারবারিরা। এবার সাগরপাড়া ও জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সাগরপাড়ার চরকাকমারী ব্রিজ এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করার সময় দুই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে পিস্তল, গুলি।
Murshidabad পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাসিদুল সেখ ও নাজবুল হক চরকাকমারি এলাকার বাসিন্দা। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল এলাকায়? জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের সাত দিনের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার জেলা আদালতে পাঠানো হয়।
Murshidabad অন্যদিকে বুধবার রাতেই জলঙ্গী থানার পুলিশ দুটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম ওয়াজেল মন্ডল। ধৃতকে চরউদয়নগর থেকে গ্রেফতার করা হয়েছে। এদিন ওয়াজেল মন্ডলকেও হেফাজতে নিতে কোর্টে পাঠানো হয়।