Murshidabad Arrest নওদায় ফের জঙ্গিযোগ ! গ্রেফতার শাব সেখের ভাই সহ ২

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Arrest  অসম এসটিএফ এর হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মহম্মদ শাব সেখের ভাই এবার পুলিশের জালে।  মঙ্গলবার ধৃতদের কোর্টে পাঠিয়ে ১৪ দিনের হেফাজতে নিল এসটিএফ । বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য শাব সেখের ভাই সাজিবুল ইসলাম ও তার বন্ধু মুস্তাকিম মণ্ডলকে রবিবার রাতে আটক করে বেঙ্গল এসটিএফ।  সোমবার রাতে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে নওদা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। সুত্রের খবর কেরলে গ্রেপ্তার হয় জঙ্গি মহম্মদ শাব সেখ গ্রেপ্তার হওয়ার পর তার মুর্শিদাবাদ  যোগ মেলে। নওদা ও হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার লিস্টেও নাম মেলে মহম্মদ শাব সেখের।

Murshidabad Arrest   এদিন আদালতে পেশ করা হয় দুজনকে

Murshidabad Arrest   এরপরই পরিবারের লোকজন নজরে ছিল তদন্তকারীদের। মঙ্গলবার দুপুরে ধৃত দুজনকে নওদা থানা থেকে বহরমপুর সিজেএম কোর্টে নিয়ে যাওয়ার জন্য বের করা হয়। এই দুজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাই এসটিএফ। এদিন দুজনকেই ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।