Migrant Worker মেয়ের বিয়ের আগে বাড়ির স্বপ্ন শেষ ! কেরালা থেকে একি খবর এল

Published By: Imagine Desk | Published On:

Migrant Worker  মেয়ের বিয়ের আগে বাড়ি বানানোর স্বপ্ন শেষ।  কেরলে Kerala  কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিকভাবে মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের Domkal  লষ্করপুর রমনাপাড়ার বাসিন্দা মিনারুল মন্ডলের। তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক। কাজ করেছিলেন কেরালায়।   বুধবার সকালে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তিনি প্রাণে রক্ষা পেলেও, পরবর্তীতে সেই সিলিন্ডার পরিষ্কার করার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

Migrant Worker ঠিক কী হয়েছিল ওই শ্রমিকের সঙ্গে ?

Migrant Worker পরিবার সূত্রে জানা গিয়েছে, মিনারুল প্রতিদিনের মতো সকালে রান্না করছিলেন। আচমকাই সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। সিলিন্ডারটি দ্রুত  ফেলে দেওয়া হয়। তবে সন্ধ্যায় অসাবধানতাবশত আগুন ধরে যায় । স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে রেখে গিয়েছেন। জানা গেছে, কন্যা সন্তানের বিবাহের আগে বাড়ি ঘর বানানোর স্বপ্ন দেখেছিলেন তিনি। দীর্ঘ দশ বছর ধরে কেরলে কাজ করছিলেন মিনারুল। মাত্র পাঁচ মাস আগে ফের কেরলে কাজে গিয়েছিলেন।

Migrant Worker   এই অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যরা কিভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এখনো পর্যন্ত মৃতদেহ ফেরানোর ব্যবস্থা করা যায়নি। পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে, যাতে দেহ ফিরিয়ে আনা যায় এবং পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।